কিডনি সমস্যা নিয়ে গত ২৫ শে জানুয়ারী নৈহাটির গৌরীপুরের (Naihati Gouripur) এক নার্সিংহোমে ভর্তি হন ৭২ বছরের শিউমঙ্গল যাদব। কিডনির জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আর্যসমাজ এলাকার ওই বাসিন্দার মৃত্যু হয় শুক্রবার সকালে। মৃতের পরিবারের অভিযোগ, কিডনি বিষয়ক চিকিৎসক না থাকা সত্ত্বেও নাসিংহোম কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নেয়। অভিযোগ, শুধু বিল বাড়ানোর লক্ষ্যে একজন সাধারণ চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। তাতে শেষ মুহূর্তে অবস্থার সাংঘাতিক অবনতি হলে কর্তৃপক্ষ শেষ মুহূর্তে রোগীকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেন। এদিন সকালে রোগীর বাড়ির লোক নাসিংহোমে এসে দেখেন ততক্ষণে শিউমঙ্গল যাদবের মৃত্যু হয়েছে। এবিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রোগীর মৃত্যুর খবরে ক্ষোভ উগরে দেন আত্মীয়রা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা ভাঙচুর চালান হাসপাতালে। তাদের দাবি, উপযুক্ত চিকিৎসক না থাকা সত্ত্বেও কেন ওই ক্রিটিক্যাল রোগীকে ভর্তি নেওয়া হল। শুধুমাত্র বিল বাড়ানোই উদ্দেশ্য বলে অভিয়োগ জানিয়েছেন আত্মীয়রা। সেই অভিযোগে এদিন হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন শিউমঙ্গল যাদবের আত্মীয় ও পরিচিতরা। তাদের আরও অভিযোগ, রোগীর পরিস্থিতির অবনতি হচ্ছে জেনেও তা নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়নি। একেবারে শেষ অবস্থায় পৌঁছনোর পর, যখন আর কিছু করার নেই তখন বাড়ির লোককে জানানোর কথা ভাবে কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষোভ উগরে দেয় আত্মীয় পরিজনেরা।