শিয়ালদা থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো চালু হওয়ায় বইপ্রেমীদের পোয়াবারো। এ বছর সহজেই পৌঁছনো যাচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক চত্বরে। যদিও দুর দুরান্ত থেকে বইমেলার টানে ছুটে আসা মানুষগুলির এখনও ভরসা সেই বাস। প্রতি বছরের মতো এ বারও কলকাতা বইমেলা স্পেশাল বাস পরিষেবা চালু করেছে রাজ্য। কলকাতার নানা প্রান্ত থেকে এই স্পেশাল বাসগুলি সহজেই যাত্রীদের পৌঁছে দেবে বইমেলা প্রাঙ্গণে।

Kolkata Book Fair 2023 : বিশেষ আকর্ষণ ‘আবোল তাবোল’ দিবস, স্প্যানিশ নাচে-গানে শুরু কলকাতা বইমেলা
কোন কোন রুটে মিলবে বইমেলা স্পেশাল বাস?

মন্দিরতলা এবং রাজাবাজার থেকে ছাড়ছে বইমেলা স্পেশাল বাস। এছাড়াও হাওড়া স্টেশন থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য যাত্রীরা ধরতে পারেন S-12 এবং AC-59 বাস দু’টি। ঠাকুরপুকুর থেকে ছাড়ছে S-16 বাসটি। টালিগঞ্জ মেট্রো থেকে বইমেলা পৌঁছনোর জন্য রয়েছে স্পেশাল বাস। যাদবপুর থেকে রয়েছে AC-9 এবং S-9। পর্নশ্রী থেকে মিলবে S-4, শকুন্তলা পার্ক থেকে S-22 এবং S-46। জোকা এবং গড়িয়াহাট থেকেও ছাড়ছে বইমেলা স্পেশাল বাস। গড়িয়া থেকে S-14 পৌঁছে দেবে বইমেলা প্রাঙ্গণে। কামালগাজি এবং বারুইপুর থেকেও ছাড়ছে বইমেলা স্পেশাল বাস। বারাসত থেকে বইমেলা পর্যন্ত যাবে AC-36, ACT-4 বাস দু’টি। সাঁতরাগাছি থেকে রয়েছে VS-12। চিড়িয়ামোড় থেকে AC-38 এবং ব্যারাকপুর থেকে রয়েছে S-58 বাস। বালি হল্ট থেকে বইমেলা পৌঁছনো যাবে AC-23A এবং S-23A বাস দু’টি। এছাড়াও বালি হল্ট, শিয়ালদা থেকে শাটল যাবে বইমেলা পর্যন্ত।

Kolkata Book Fair : ‘আমার সবটাই কুৎসার আঙিনায়…’, বইমেলার উদ্বোধনে মন্তব্য মুখ্যমন্ত্রীর
বইমেলার টুকিটাকি

প্রতি বছরই বইমেলায় একগুচ্ছ আকর্ষণ থাকে বইপ্রেমীদের জন্য। এবারও তাঁদের নিরাশ করছে না গিল্ড। এবারের বইমেলায় বিশেষভাবে উদযাপিত হবে ‘আবোল তাবোল’ (Abol Tabol)। সুকুমার রায়ের অমর সৃষ্টি এ বছর ১০০-তে পদার্পণ করছে। আর সেই উপলক্ষ্যেই আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় ‘আবোল তাবোল’ দিবস পালন করা হবে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের (Publishers And Booksellers Guild) পক্ষ থেকে বিশেষ ট্রিবিউট দেওয়া হবে স্রষ্টা সুকুমার রায়কে। গোটা সল্টলেক সেন্ট্রাল পার্ক (Central Park Salt Lake) চত্বর তথা বুক ফেয়ার গ্রাউন্ডই সেজে উঠবে সেই থিমের আদলের (Theme Country Spain)। বসবে স্প্যানিশ নৃত্য-গীতের আসর। ৭ ফেব্রুয়ারি চলবে স্প্যানিশ ডান্স ট্রুপের পারফর্ম্যান্স, ১০ ফেব্রুয়ারি রয়েছে স্প্যানিশ ক্লাসিক্যাল সংগীতের আসর। বাংলাদেশ দিবস পালন করা হবে আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version