West Bengal News : পুলিশকে হুমকি দেওয়ার একদিন যেতে না যেতেই ফের বেলাগাম হলেন তালডাংরার (Taldangra) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক অরূপ চক্রবর্তী (MLA Arup Chakraborty)। প্রকাশ্য সভায় ফের একবার বিরোধীদের হুমকি দিলেন তিনি। “তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে, সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া কোথাও থাকার জায়গা হবে না”, BJP-র রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নাম করে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারী দিয়েছেন বাঁকুড়া (Bankura) জেলা তৃণমূলের (Trinamool Congress) অঘোষিত ‘সর্বময় কর্তা’, তালডাংরার (Taldangra) বিধায়ক।

TMC : ‘ঘাড় ধরে বিতাড়িত করা হবে’! প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশ আধিকারিককে হুমকি তৃণমূল বিধায়কের
সোমবার তিনি নিজের বিধানসভা এলাকার ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি উপলক্ষ্যে এক সভায় বক্তব্য রাখছিলেন। বিধায়ক অরূপ চক্রবর্তি (MLA Arup Chakraborty) এদিন BJP রাজ্য সভাপতির উদ্দেশ্যে আরও বলেন, “আপনি অধ্যাপক, বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, আপনি আপনাদের কর্মীদের উস্কানী দিচ্ছেন, আগুনে ঘি ঢালছেন।”

TMC : দোতলা তিনতলা বাড়ির মালিককে আবাসের বাড়ি! বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার
একই সঙ্গে শাসক দলের এই বিধায়ক বলেন, “তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবেন সেদিন নরেন্দ্র মোদিও (Narendra Modi) আপনাকে রক্ষা করতে পারবেন না।” কারণ হিসেবে ‘গুজরাতে এত জায়গা দেওয়ার মতন ক্ষমতা নরেন্দ্র মোদির (Narendra Modi) নেই’ বলেই ভরা সভায় জানিয়েছেন অরূপ। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তি যখন ওই সভায় এই ধরণের বক্তব্য রাখছেন, তখন সভামঞ্চে উপস্থিত ছিলেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সহ তৃণমূলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। বিধায়ক অরূপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে BJP। এই বিষয়ে এক BJP নেতার বক্তব্য, “পুলিশকে পকেটে পুরে এই ধরণের বক্তব্য রাখা সহজ। ১৫ মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দিন, তার পর বোঝা যাবে অরূপবাবুদের পাশে কটা লোক আছে। এভাবে পঞ্চায়েত ভোটের আগে BJP কর্মীদের বিরুদ্ধে হিংসায় কার্যত উসকানি দিচ্ছেন তৃণমূলের নেতারা।”

TMC : দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সভাপতির! ক্ষোভে পার্টি অফিসে তালা কর্মীদের, প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে একাধিকবার অরূপ চক্রবর্তির বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। চলতি মাসেই আবাস যোজনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে BDO-কে আক্রমণ করেন তিনি। তার আগে BJP-র বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্য রাখতে শোনা গিয়েছিল তাঁকে। আর একদিন আগেই পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তালডাংরার বিধায়ক বলেন, “বাম আমলে থানায় গেলে অভিযোগ নেওয়া হত না। এখন কোনও অভিযোগকারী থানায় গেলে তাঁর অভিযোগ লিপিবদ্ধ করতে পুলিশ বাধ্য। সেক্ষেত্রে কোনও পুলিশ আধিকারিক অভিযোগ না নিলে পুলিশ সুপারকে একটু ফোন করে জানালেই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে ঘাড় ধরে থানা থেকে বের করে দেওয়া হবে।” যদিও এত কিছুর পরেও অরূপ চক্রবর্তির বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ গ্রহন করেননি তৃণমূলের উচ্চ নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version