কিন্তু বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উলট-পুরাণ। বুধবার বোলপুরের ডাক বাংলো মাঠে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোরণে অনুব্রতর ছবি না থাকলেও বুধবার সেখানে ধরা পড় এক অন্য ছ ছবি। সভার উদ্দেশে যাওয়া মিছিলে অংশগ্রহণকারী তৃণমূলকর্মী সমর্থকদের একাংশের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া প্ল্যাকার্ড দেখতে পাওয়া গিয়েছে। কেষ্টর ছবি দেওয়া প্ল্যাকার্ড নিয়েই সভাতে প্রবেশ করেছেন ওই কর্মী সমর্থকরা। এই ছবি চোখে পড়তে জেলা তৃণমূল নেতৃত্বও খানিক অবাক হয়ে গিয়েছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেছিলেন, অনুব্রতর ছবি না থাকলে জেলার তৃণমূল কর্মীদের হৃদয়ে তিনি রয়েছেন। এদিন সেই চিত্রই ধরা পড়েছে।
গ্রেফতারির পর থেকে অনুব্রতর পাশে রয়েছেন মমতা। নেতাজি ইন্ডোরে দলের সভা থেকে সুর চড়িয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, ‘কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে।’ এদিন সভা থেকে নাম করে অনুব্রত প্রসঙ্গ তোলেন মমতা নিজেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট তিনি এখনও কেষ্টর পাশেই রয়েছেন। তিনি বলেন, ‘আমার দু-একজন নেতাকে গ্রেফতার করেছে। ভোটের সময় এমনিই তাঁকে বাড়ির বাইরে বেরোতে দিত না। যতদিন তাঁরা ফিরে না আসছেন, ততদিন জেলা সংগঠন আমিই দেখব। এই কাজে ফিরহাদ হাকিম আমাকে সাহায্য করবে। চিন্তার কোনও কারণ নেই।’