বকেয়া DA মেটানোর দাবিতে আন্দোলনের ধার বাড়াচ্ছে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামীকাল অর্থাৎ শনিবার ২৪ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। শুধু তাই নয়, বকেয়া DA মেটানোর দাবিতে এবং রাজ্যের ভূমিকা প্রসঙ্গ তুলে ধরে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি লিখতে চলেছে এই যৌথ মঞ্চ। একইসঙ্গে, সংসদে যাতে বঙ্গের সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে যাতে আলোচনা হয় সেই জন্য সাংসদদের চিঠি দিতে চলেছে তারা। মোটের উপর আন্দোলনের ধার দিন প্রতিদিন বাড়াতে চলেছেন তাঁরা, তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এক সরকারি কর্মী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে DA-র দাবিতে লড়াই করছি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও আমাদের পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু, এরপরেও আমাদের বকেয়া DA মেটানো হয়নি। আমরা সুপ্রিম কোর্টে আইনিভাবে লড়াই করছি। গত বুধবার দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছিলাম। আমরা আমাদের দাবি আদায় করার জন্য সংগ্রাম করে যাব।” উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে ফেলতে হবে। এর জন্য তিন মাস রাজ্যকে সময় দেওয়া হয়। কিন্তু, রাজ্য DA না মিটিয়ে এই রায় পুনর্বিবেচনা করার জন্য ফের একবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। পরে অবশ্য DA মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

West Bengal Govt DA : DA-র দাবিতে চড়ছে পারদ, মহাকরণ থেকে হাসপাতাল-কলেজে আংশিক কর্মবিরতি
গত বছর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর কাছে এই মামলা যাওয়ার পরেই অনেকে ‘অতি উৎসাহ’ দেখিয়েছিলেন বলেও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছর ১৬ জানুয়ারি এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ে ডিভিশন বেঞ্চে রাজ্যের DA মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী মে মাসে সুপ্রিম কোর্টে DA মামলার চূড়ান্ত শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

West Bengal Govt DA : DA-র দাবিতে ১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের, সুর চড়ছে আন্দোলনের
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া জানান, রাজ্য DA দেওয়া নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। কিন্তু, কেন্দ্র রাজ্যের প্রাপ্য অর্থ দিচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। রাজ্য থেকে কর নিয়ে গেলেও বাংলাকে বঞ্চিত করছে মোদী সরকার, এই সুর শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version