ঠিক কী কারণে ওই গুলি বিমানে নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি তা জানার চেষ্টা চলছে। ওই চার রাউন্ড কার্তুজ ওই ব্যক্তি কোথা থেকে পেয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বিমানবন্দরে কার্তুজ সহ এক ব্যক্তির গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও চূড়ান্ত তৎপর হয়ে পড়েন। গোটা বিমানবন্দর কড়া নজরদারির আওতায় নিয়ে আসা হয়। ধৃতের এর আগে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, কে বা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত, পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা বিমানবন্দর থেকেই দ্ধার হয়েছে ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। মশলার প্যাকেটে করে অভিনব কায়দায় সেই বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে আসা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়। ভারতীয় মুদ্রায় যার হিসেব প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা। ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টালিজেন্সের আধিকারিকরা কলকাতা বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেন। বিমানবন্দর থেকে প্রস্থানের সময় ওই তিন যাত্রীর নিয়ম মতো তথ্য যাচাই করা হয়। দেখা যায়, ওই যাত্রীদের সঙ্গে বিপুল পরিমাণে মশলার প্যাকেট রয়েছে। লাগেজে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা।