এই সময়: বরাদ্দ আটকে যেতে পারে-এই আশঙ্কায় প্রশাসনিক স্বচ্ছতা রাখতে সব কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ দ্রুত করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক স্বচ্ছতা রাখতেই উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ ও আধারযুক্ত পেমেন্ট সিস্টেম চালু করেছে। তবে অনেক রাজ্য এতে গুরুত্ব দিচ্ছে না। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে সচেতন করেছেন। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের তরফ থেকেও এ নিয়ে জেলাগুলিকে বার্তা পাঠানো হয়েছে। কারণ, বেশিরভাগ সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ রূপায়ণের ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মুহূর্তে রাজ্যে কেন্দ্রীয় সরকারের জাতীয় সামাজিক প্রকল্পে ১৪ লক্ষ ৪১ হাজার ৪৬০ জন তিন রকমের ভাতা পেয়ে থাকেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা।

National Monitoring Team : গ্রামীণ প্রকল্পের কাজ কেমন হচ্ছে? খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে কেন্দ্রীয় প্রতিনিধি দল
এর মধ্যে মাত্র ৯ লক্ষ ৭৯ হাজার ৬০০ ভাতা প্রাপক অর্থাৎ ৬৮ শতাংশ আধার সংযোগ করেছেন। গত এক মাসে চাপে পড়ে জেলাগুলি বেশিরভাগ কাজটা করেছে। মহারাষ্ট্রে ৯১.১ শতাংশ প্রাপকের আধার সংযোগ হয়েছে। এই তিন প্রকল্পের ক্ষেত্রে কলকাতার পাশ্ববর্তী দুই জেলা-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে পিছিয়ে। উত্তর ২৪ পরগনায় তিনটি প্রকল্প প্রাপকের ৪২ শতাংশের বেশি আধার সংযোগ হয়নি। ঝাড়গ্রাম, নদিয়া ও কোচবিহারও রয়েছে পিছিয়ে পড়া জেলার তালিকায়। এই তিন জেলায় ৫০ শতাংশ উপভোক্তার আধার সংযোগ হয়নি। তবে কালিম্পং, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় ৯০ থেকে ৯৭ শতাংশ উপভোক্তার আধার সংযোগের কাজ হয়েছে।

NREGA In West Bengal : 100 দিনের কাজে কেন্দ্রের লাগবে 1.8 লক্ষ কোটি টাকা
নবান্নর কর্তারা জানাচ্ছেন, আধার সংযোগ হয়ে গেলে এক ব্যক্তি কোনও ভাবেই একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবে না। কেন্দ্রীয় সরকার ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে আধার যুক্ত পেমেন্ট সিস্টেমের মধ্যে সরাসরি উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের টাকা পৌঁছতে চায়। এর ফলে গ্রামের মানুষ কোন সরকারি প্রকল্পের সুযোগ পেয়েছে বা পায়নি তা নিশ্চিত করা সহজ হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দ এখনও পায়নি রাজ্য। এই প্রকল্পের ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তার তালিকায় ৭৪ শতাংশ ক্ষেত্রেই আধার সংযোগ করা হয়েছে। বাকি কাজ চলছে। প্রযুক্তিগত সমস্যার জন্য এই কাজ করতে কিছু ক্ষেত্রে সময় লাগছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version