জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডান হাতের আঙুলের চোট এখনও সারেনি। আর তাই প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন (Cameron Green)। এদিকে প্রত্যাশামতোই ঘূর্ণি পিচের সামনেই বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2023) অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া (Australia)। সেটা বুঝিয়ে দিলেন দলের সহ অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটারে নাগপুরের শুকনো পিচের ছবিও পোস্ট করা হয়েছে। আর তাই স্মিথ স্পষ্ট জানিয়ে দিলেন যে, অস্ট্রেলিয়াও তিন স্পিনার নিয়েই মাঠে নামবে। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন স্মিথ। সেখানে ক্যামেরুন গ্রিনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডারের আঙুলের চোট এখনও সারেনি। নাগপুরে অনুশীলন করলেও সেভাবে ব্যাট করতে পারেন গ্রিন। পেসার বিরুদ্ধেও ব্যাট করেনি তিনি। আমার মনে হয় না গ্রিন খেলতে পারবে। ও এখনও পেসারদের বিরুদ্ধে ব্যাটই করেনি। তাই ওর খেলার বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। তবে না খেলার সম্ভাবনাই বেশি।” 

নাগপুরের উইকেটের কথা মাথায় রেখে ভারতীয় দল তিন স্পিনার নিয়ে মাঠে নামবে। এই একই কম্বিনেশন নিয়ে দল গড়বে অজিবাহিনী। সেটা বুঝিয়ে দিলেন প্যাট কামিন্সের ডেপুটি। কারণ নাগপুরের পিচে যে বল শুরু থেকেই টার্ন করবে। 

আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2023: কত স্পিনার বোঝাই করে অজি বধে নামছে টিম ইন্ডিয়া? জানিয়ে দিলেন কে এল রাহুল

আরও পড়ুন: Virat Kohli, Border Gavaskar Trophy 2023: কোহলির ‘বিরাট’ ব্যাটে উড়ে যাবে অস্ট্রেলিয়া! দাবি করলেন রবি শাস্ত্রী

তাই স্মিথ যোগ করলেন, “পিচ খুবই শুকনো। একটা দিক তো খুবই শুকনো। পিচের একটা দিক থেকে বল খুব দ্রুত টার্ন করতে শুরু করবে। আমার তো মনে হয় বাঁহাতি স্পিনারদের এই পিচ অনেক সাহায্য করবে। পিচে খুব বাউন্স থাকবে বলে মনে হয় না। তবে পিচে বল নড়াচড়া করবে। পিচে যে ফাটল রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আরও ভেঙে যাবে বলেই মনে হল।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রিনের বদলে খেলেছিলেন ম্যাট রেনশ। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে পিটার হ্যান্ডসকম্বের। রেনশ খেললে অস্ট্রেলিয়ার প্রথম সাত ব্যাটারের পাঁচ জনই বাঁহাতি হয়ে যাবে। সেইজন্য হ্যান্ডসকম্বের খেলার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরু এবং নাগপুরে হ্যান্ডসকম্বকে শর্ট লেগে ফিল্ডিং করার অনুশীলন করতে দেখা গিয়েছে। রেনশও ফিল্ডিং অনুশীলন করেছেন। দু’জনের মধ্যে অভিজ্ঞতা বেশি হ্যান্ডসকম্বের। তবে শেষ পর্যন্ত অজিবাহিনী কেমন কম্বিনেশন নিয়ে দল গড়ে সেটাই এখন দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version