Alipurduar News : কাজ করেও মিলছে না বেতন। বকেয়া বেতনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি চা বাগানের (Kalchini Tea Estate) শ্রমিকদের। চা বাগান শ্রমিকদের যৌথ মঞ্চে বুধবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। রাজ্য সড়ক অবরুদ্ধ থাকার ফলে তৈরি হয় প্রবল যানজট। পরে পুলিশের তৎপরতায় অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে এখনও বেতন না মেলায় মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১১ টা নাগাদ কালচিনি ব্লকের নিমতি মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কালচিনি চা বাগানের শ্রমিকরা। দলমত নির্বিশেষে যৌথ মঞ্চ করে এই পথ অবরোধ শুরু করে শ্রমিকরা। জানা গিয়েছে গত ৪ তারিখ কালচিনি চা বাগানের শ্রমিকদের ওয়ান ফোর্থনাইট বেতন প্রদানের কথা ছিল মালিকপক্ষের। কিন্তু নির্ধারিত সময়ে অতিক্রম হয়ে যাওয়ার পর আজও বেতন মেলেনি বলে দাবি শ্রমিকদের।

Alipurduar News : ক্যারাটে-প্যাঁচে পাচার রোধের পাঠ
বেতন না থাকার ফলে সংসার চালাতে গিয়ে বিপদের মধ্যে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা। বেতন না পেয়ে কর্মবিরতিতে সামিল হল কালচিনি চা বাগানের শ্রমিকরা। জানা যায়, এদিন সকালে প্রথমে কালচিনি চা বাগান কারখানার সামনে বিক্ষোভ দেখান যৌথ মঞ্চের কালচিনি চা শ্রমিকরা। সেখান থেকে সরে গিয়ে নিমতি মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে কালচিনি চা বাগান শ্রমিকদের যৌথ মঞ্চ। অবরোধকারী এক শ্রমিক জানান, “ আমরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না। মালিকপক্ষকে বলেও লাভ হয়নি। বেতন না পেলে আমরা সংসার চলবো কী করে ? এরকমভাবে আর কতদিন চলবে ? সেইজন্য বাধ্য হয়ে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।” তবে শ্রমিকদের বেতন বকেয়া থাকার ব্যাপারে মুখ খুলতে চায়নি মালিক কর্তৃপক্ষ। উল্লেখ্য, বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিক অসন্তোষ ছড়ায় গত ডিসেম্বর মাসেও।

Kankinara Nafarchand Jute Mill : ফের বন্ধ কাঁকিনাড়া জুটমিল, বছরের শুরুতেই কর্মহারা কয়েক হাজার শ্রমিক
বাগান ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কালচিনি চা বাগানের শ্রমিকরা। ১০ ডিসেম্বর কালচিনি চা বাগানের শ্রমিকদের বেতন প্রদানের দিন ছিল। কিন্ত সেদিন বেতন প্রদান করা হয়নি বলে অভিযোগ। ১৫ ডিসেম্বর হয়ে গেলেও শ্রমিকরা বেতন পায়নি বলে দাবি তাঁদের। যে কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেতন প্রদানের দাবিতে কাজের পর থেকে শ্রমিকরা কালচিনি চা বাগানের কারখানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version