West Bengal Local News: নির্দিষ্ট করে দেওয়া দামের থেকে বেশি টাকা নেওয়ার কারণে গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হল। চার টাকা দামে বেশি নেওয়ার কারণে চার হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হল একটি ডিপার্টমেন্টাল স্টোর (Departmental Store) নিয়ন্ত্রণকারী একটি বহুজাতিক সংস্থাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এন এস রোডে অবস্থিত ওই ডিপার্টমেন্টাল স্টোরের শাখাতে। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা মিন্টু সরকার ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ওই বিপণি থেকে ২০০ গ্রামের একটি মাশরুমের প্যাকেট কিনেছিলেন। মাশরুমের প্যাকেটে দাম লেখা ছিল ৫৯ টাকা।। কিন্তু দাম মেটানোর সময় কাউন্টারে তাঁর থেকে ৬৩ টাকা চাওয়া হয়। অতিরিক্ত চার টাকার বিষয়ে কথা বলতে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। সংস্থার কর্মীদের সঙ্গে মিন্টুবাবুর বচসাও হয়েছিল।

Budget Cigarette Tax Increase: সিগারেটে দেদার কালোবাজারি! আদৌ দাম বাড়ল? জবাব ডিলারদের
এই ঘটনার পর ক্ষোভ ও অপমানে রায়গঞ্জের কনজিউমার ফোরামের দ্বারস্থ হন মিন্টু বাবু। কনজিউমার ফোরাম সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেছিলেন তিনি। দীর্ঘ শুনানির পর চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত রায় দান করা হয়। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে দামের অতিরিক্ত চার টাকা প্রদান করা ছাড়াও, কেস ফাইল বাবদ ১০০০ টাকা এবং মানসিক অশান্তি ও ক্ষতিপূরণ বাবদ আরও ৩০০০ টাকা ওই গ্রাহককে দিতে হবে সংস্থাকে। এই ঘটনা সামনে আসার পর গ্রাহকদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে। রায়গঞ্জের মত শহরে শপিংমলের এ হেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ ক্রেতাদের একটা বড় অংশ।

Gangajal Price: গঙ্গাজলেই অন্নসংস্থান, নদিয়ায় তিন প্রজন্মের ব্যবসায় বিপুল লাভ
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর কনজিউমার কমিশনের রেজিস্টার নরেশ চন্দ্র রবিদাস বলেন, ‘২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেছিলেন মিন্টুবাবু। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে এ ব্যাপারে সচেতন ও সজাগ থাকতে হবে। তাহলেই ক্রেতাদের কেনাকাটায় পরিতৃপ্তি লাভ হবে এবং বিপনীগুলিও তাদের সম্মান অটুট রাখতে পারবেন।’ ক্রেতাদের একটা অংশও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রায়গঞ্জের বাসিন্দা অমিত দাস এই প্রসঙ্গে বলেন, ‘অনেক সময়ই ডিপার্টমেন্টার স্টোরগুলি নির্ধারিত দামের থেকে বেশি দাম নিয়ে থাকে। মিন্টুবাবুর ঘটনা তাদের কাছে একটা নজির হয়ে থাকল। চার টাকা কোনও বড় কথা নয়, অনৈতিকভাবে দাম বেশি নেওয়া নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আগামী দিনে এমন কোনও ঘটনা ঘটলে নির্দ্বিধায় ক্রেতা সুর’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version