West Bengal News : অপর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা নিয়ে নিত্য নৈমিত্তিক বিক্ষোভ, পথ অবরোধ লেগেই থাকে মালদা (Malda) জেলায়। কোথাও চার-পাঁচ দিন, কোথাও আবার সপ্তাহ পেরিয়ে যায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে। ভোল্টেজ নিয়েও সমস্যা হয়েছে একাধিক জায়গায়। আধুনিক জনজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ পরিষেবা নিয়ে এবার কিছুটা আশার বাণী শোনালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। নতুন সাব-স্টেশন (Electric Substation) নির্মাণ থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিদ্যুৎবাহী তার বিছানোর ব্যাপারে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে মালদা (Malda) জেলায় বলে ঘোষণা মন্ত্রীর।

Non Conventional Energy : গ্রাহক চাইলেই কিনতে পারবেন অপ্রচলিত বিদ্যুৎ
মালদার বিদ্যুৎ সমস্যা নিয়ে পুরাতন সার্কিট হাউসে (Malda Circuit House) বিদ্যুৎ দফতরের আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যে বিদ্যুৎ, যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তিনি জানান, “মঙ্গলবাড়িতে ৩৩কেবি’‌র সাব স্টেশন খুব শীঘ্রই নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি গোটা জেলায় আরও ৮টি সাব স্টেশন তৈরি করা হবে।” এই সব স্টেশন গুলি নির্মাণ করা হয়ে গেলে জেলায় বিদ্যৎ সমস্যা অনেকটাই নির্মূল করা যাবে বলে আশ্বাস তাঁর।

Paschim Medinipur : গভীর রাতে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক লাখ টাকার সম্পত্তি
এছাড়াও মালদা জেলায় মোট ৭১০০ কিমি এবি বিদ্যুৎবাহী তার বসানোর কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “এই কেবিল বসানো হয়ে গেলে আমরা গোটা মালদা (Malda) শহর জুড়ে আরও উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা দিতে পারব। আমাদের একটা অবিরাম প্রচেষ্টা চলছে বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করার।”

West Bengal Latest News: পানীয় জল পেতে RTI! অবশেষে বাসিন্দার বাড়ি জল পৌঁছল পুরসভা
জেলার পাশাপাশি, বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রেও একাধিক অভিযোগের কথা উঠে আসে গ্রাহকদের থেকে। অনেক সময়ই নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হলেও তা দিনের পর দিন ফাইলবোধ হয়ে থাকে বলে অভিযোগ উঠে আসে জেলার বিভিন্ন প্রান্তে। বিষয়টি নিয়ে বিদ্যুৎমন্ত্রী জানান, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়লে চার দিনের মধ্যে গ্রাহককে বাজেট জমা দেওয়া হয় বিদ্যুৎ পর্ষদের তরফে। টাকা জমা দেওয়া হলে তিনদিনের মধ্যে তাঁর বাড়িতে বিদ্যুতের সংযোগ স্থাপন করে দেওয়া হয়। ফলত, সর্বসাকুল্যে সাতদিনের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ করা হয় বলে দাবি করেন তিনি। বর্তমানে গড়ে প্রতিদিন ১৫০০ নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জমা পড়ে জেলা জুড়ে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনও অভিযোগ গ্রাহকদের থাকলে তা দ্রুত সমাধানের জন্যেও ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version