সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধা মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। ঠিক যেন কোনও রূপকথার গল্প, রাজকীয় রাজস্থানে গাঁটছড়া বাঁধলেন সিড-কিয়ারা। সোনালি জয়সালমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্যালেসে (Suyagarh Palace) বসেছিল বিয়ের মণ্ডপ। এর প্যালেসের কাছেই নাকি রয়েছে এক ভূতুড়ে গ্রাম।