অর্নবাংশু নিয়োগী: নবম-দশমে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম ধরা পড়েছে। এনিয়ে প্রবল চাপে পর্ষদ ও রাজ্য সরকার। এবার গ্রুপ ডি নিয়োগেও অনিয়ম ধরা পড়ল। ২৮২০ জনের ওএমআর-এ কারচুপি ধরা পড়েছে। এদের বহিষ্কারের ভাবনা রয়েছে কমিশনের। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-‘এক ঢিলে দুই পাখি মেরে’ কোন জোড়া রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন   

নবম-দশমের ক্ষেত্রে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল ৮৫০ জনের সুপারিশ বাতিল করবে। আজকে সামনে এসেছে গ্রুপ ডি নিয়োগে একটি অনিয়মের বিষয়। সেখানে ২৮২০ জনের ওএমআর-এ কারচুপির হদিস পাওয়া গিয়েছে। এদের বহিষ্কার করার কথা চিন্তাভাবনা করছে কমিশন। এমনটা শোনার পর বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন বহিষ্কার করতে কত সময় লাগবে? কোনও সময় দেওয়া যাবে না। যা করার তা দ্রুত করতে হবে। আাগমিকাল ৩টের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি ওয়েটিংয়ে ৬৯৮৮ জন রয়েছেন তাদের থেকে শূন্যপদ পূরণ করতে হবে। যদি দেখা যায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওএমআর-এ কারচুপি রয়েছে তাদেরও বাতিল করতে হবে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কলকাতা হাইকোর্টে রাজ্যে গ্রুপ ডি নিয়োগ নিয়ে সিবিআইয়ের দাবি ছিল নিয়োগের সুপারিশের ৫০ শতাংশ ক্ষেত্রেই কারচুপি হয়েছে। সিবিআইয়ের আইনজীবী এদিন দাবি করেন, গ্রুপ ডি নিয়োগে ১২৭টি খালি ওএমআর শিট পাওয়া গিয়েছে। এমন ওএমআর শিটের সংখ্যা দাঁড়াল ২২৭। 

২০১৬ সালে গ্রুপ ডি পদে ১৩ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার পর যথারীতি চাকরিপ্রার্থীদের প্যানেলও তৈরি করা হয়। সেই প্যানেলের মেয়াদ শেষ হয় ২০১৯ সালে। কিন্তু প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নাকি চাকরি পেয়েছেন অনেকেই!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version