West Bengal Local news রাত পোহালেই, শনিবার কোচবিহারে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েতে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ টার্গেট তৃণমূলের (TMC)। তাই তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সাজোসাজো রব। কিন্তু, ঠিক তার আগেই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে (Coochbehar)। আজ অর্থাৎ শুক্রবার কোচবিহারের মাথাভাঙ্গা সিডিপিও অফিসের সামনে টাকার দাবিতে ধরনায় বসলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।

জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা মহিলার অভিযোগ, ৫ বছর আগে সিডিপিও অঙ্গনওয়ারি কর্মীর চাকরির নামে দুজনের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন। কথা ছিল চাকরি দেওয়ার পর আরও দুজনকে দেড় লাখ করে টাকা দিতে হবে। কিন্তু, এতদিন কেটে গেলেও চাকরি হয়নি। একইসঙ্গে অভিযোগ টাকাও ফেরত দিচ্ছে না সিডিপিও (CDPO)। মহিলার দাবি, তিনি অন্তঃসত্ত্বা কিন্তু সিজার করানোর টাকা নেই। তাই তিনি টাকার দাবিতে এদিন সিডিপিও অফিসের সামনে ধরনায় বসেছেন। টাকা না পেলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান ধরনায় বসা স্বপ্না বর্মন।

Murshidabad News : স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসল যুবতী, শোরগোল জলঙ্গিতে

এই বিষয়ে প্রশ্ন করা হলেও মাথাভাঙা -১ ব্লকের, সিডিপিও নীলরতন হালদার জানান,”যখনকার কথা বলছে তখন আমি আসিনি। আমি আসার আগের ঘটনা। প্রতিবন্ধী কল্যাণ সমিতির কেউ টাকা নিয়েছে। কিন্তু, তিনি চাকরির নামে কারও কাছ থেকে টাকা নেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পরীক্ষা ছাড়া কি চাকরি হয়?” এখানেই শেষ নয়, সিডিপিও নীলরতন হালদার দাবি করেন, পাঁচ বছর আগের ঘটনার জন্য ওই মহিলা ও তাঁর পরিবারের তরফ থেকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে । মানবিকতার খাতিরে অফিস থেকে চেক ইস্যু করে ইতিমধ্যে ওই মহিলাকে ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে সিডিপিও দাবি করেন। একইসঙ্গে তাঁর মতে, আরও টাকা কিস্তিতে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই কিস্তি পূরণের আগেই ধরনায় বসেন ওই অন্তঃসত্ত্বা মহিলা বলে দাবি করেন।

Mamata-Abhishek Banerjee : শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে মমতা, কোচবিহারে জনসভায় অভিষেক! উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূলের

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই ফের সামনে এল টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি (Group D) পদে নিয়োগেও উঠেছে অনিয়মের অভিযোগ। কিন্তু কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে সিডিপিও অফিসের সামনে এই ধরনা অবস্থানে চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version