Suvendu Adhikari : কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ‘গো আলিঙ্গন দিবস’ নিয়ে বিরোধী শুভেন্দু অধিকারীকে চরম কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। ‘গো আলিঙ্গন দিবস’ ঘোষণা হয় পর থেকেই বিষয়টি নিয়ে যারপরনাই ব্যঙ্গ ও সমালোচনা শুরু করে দেয় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই মর্মেই শুক্রবার শুভেন্দুকে (Suvendu Adhikaru) কটাক্ষ করে কুণাল বলেন, “একমাত্র শুভেন্দু যে এখনও গরুকে, ষাঁড়কে আলিঙ্গন করে চলেছে। ওঁর ক্ষেত্রে সম্ভব তাই চালিয়ে যাচ্ছে।” যদিও দেশ জুড়ে এই ‘গো আলিঙ্গন দিবস’ নিয়ে সমালোচনা হওয়ার পর নির্দেশিকা প্রত্যাহার করেছে কেন্দ্র। ভারত সরকারের পশু মন্ত্রণালয় থেকে এক নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়, আগামী ১৪ ই ফেব্রুয়ারি দিনটিকে গরুকে আলিঙ্গন দিবস (Cow Hug Day) হিসাবে পালন করতে হবে। যুগ যুগ ধরে ১৪ ই ফেব্রুয়ারি ‘ভালোবাসার দিবস’ হিসাবে পালন হয়ে আসছে। সেই দিনেই এই ধরনের নির্দেশিকা নিয়ে সমালোচনা শুরু হয়। শুক্রবার রাতে মহিষাদলে এমএলএ ফ্যানক্লাব মহিষাদলের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষের এম এল এ কাপ -২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Cow Hug Day Withdraw: দেশজুড়ে তীব্র সমালোচনা, প্রেম দিবসে গো-আলিঙ্গন নির্দেশিকা প্রত্যাহার কেন্দ্রের
অনুষ্ঠান থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,”পাগলের কাণ্ড, গরু ছাগলের কাণ্ড, না হলে ১৪ই ফেব্রুয়ারি কেউ গো আলিঙ্গন দিবস বলে ? এই সব যাঁদের মস্তিষ্কে থাকে, তাঁদের বিরল প্রজাতির গবেষণার জন্য বাছা উচিত। সারাদেশে এটা নিয়ে খিল্লি হয়েছে। একমাত্র শুভেন্দু যে এখনও গরুকে, ষাঁড়কে আলিঙ্গন করে চলেছে। ওঁর ক্ষেত্রে সম্ভব তাই চালিয়ে যাচ্ছে।” প্রসঙ্গত, গত শুক্রবার অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের তরফে এক নির্দেশিতা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান বোর্ড সচিব এস কে দত্ত। এর আগে ভ্যালেন্টাইনস ডে দিনটিতে গো আলিঙ্গন দিবস হিসেবে পালনের জন্য আর্জি জানায় কেন্দ্র। পশুকল্যাণ বোর্ডের তরফে জারি করা নির্দেশিকায় দাবি করা হয়েছিল যে গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে।

Mahishadal MLA Cup 2023 : খেলার প্রতি আগ্রহ বাড়ানোই লক্ষ্য, MLA-কাপের আয়োজন মহিষাদলে
শুক্রবার রাতে খেলার মাঠে কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, নন্দকুমার বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, মহিষাদল এম এল এ ফ্যান ক্লাবের সভাপতি ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের সাংসদ ও বিধায়কদের উদ্যোগে এমএলএ, এম পি কাপ অনুষ্ঠিত হয়ে চলেছে। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা এলাকায় শুক্রবার থেকে শুরু হয়েছে এমএলএ কাপ-২৩। ক্রিকেট, মহিলা-পুরুষ কাবাডি ও ফুটবল তিনদিন ধরে চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষা- সংস্কৃতির পাশাপাশি খেলার অগ্রগতি ঘটাতে সংগঠনের এই ধরনের প্রয়াস।।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version