West Bengal News : মরণ কূপ থেকে বাইক ছিটকে গিয়ে দুর্ঘটনা আসানসোলের (Asansol) সালানপুরে। দুর্ঘটনায় আহত হয়েছেন মেলায় খেলা দেখতে আসা ৯ জন দর্শক। দুর্ঘটনার পর হুড়োহুড়ি লেগে যায় মেলা চত্বরে। কয়েকজন ক্ষুব্ধ দর্শক ঘটনাস্থলে ভাঙচুর শুরু করেন। খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে (Barabani Police Station)। পুলিশ ও মেলা কমিটির তরফে আহতদের চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় সূত্রে খবর, আসানসোলের মুক্তাইচন্ডী মেলায় মরণ কূপ খেলা চলাকালীন একটি মোটর সাইকেল ছিটকে বেরিয়ে যায় দর্শকের মাঝে। আশেপাশে উপস্থিত দর্শকদের মধ্যে ৯ জন আহত হন। আহতদের মধ্যে এক মহিলা ও দুই শিশু ছিল। ঘটনাটি ঘটে আসানসোলের সালানপুরে অনুষ্ঠিত হওয়া মুক্তাইচন্ডী মেলায় (Muktaichandi Mela)। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

Asansol Fire Incident : আসানসোলের গ্র্যান্ড হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মরণ কূপের বাইক চলতে চলতে একটি বাইকের চালক ছিটকে পড়ে কুয়ার মধ্যেই। দ্রুতগতিতে ঘোরা বাইকটি উপরে দর্শকের মধ্যে বেরিয়ে যায়। সেই নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কাতেই জখম হন দর্শকরা। ঘটনার পর হুড়োহুড়ি লেগে যায় মেলায়। সবাই মেলা ছেড়ে পালাতে শুরু করে। শোরগোল পড়ে যায় গোটা মেলা চত্বরে। অন্যদিকে, কিছু উত্তেজিত জনতা ওই মরণ কুয়া স্থলে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় খবর দেওয়া হয় বারবনি থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। পুলিশ ও মেলা কমিটির লোকেরা আহতদের আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Asansol Latest News: স্বামী-সন্তান ছেড়ে পর পুরুষের সঙ্গে বিছানায়, প্রেমিকের মৃত্যুতে সন্দেহের নিশানায় আসানসোলের বধূ
মেলা কমিটির এক সদস্য অমিয় দাস বলেন, “মরণ কূপের ভেতর নিচে একটি চার চাকা গাড়ি ছিল। উপরের দিকে দুটো বাইক খেলা দেখাচ্ছিল। সেই সময় একটি বাইকের চালক নিচে পড়ে যায়, বাইকটি ছিটকে বাইরে চলে যায়। এতে কয়েকজন আহত হয়েছে।” মেলা কমিটির তরফ জানান হয়, খেলা প্রদর্শনকারী ব্যক্তির ভুলের কারণে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে যায়। মেলা কমিটির তরফে আহতদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানানো হয়েছে। এক আহত দর্শক বলেন, ” আমরা খেলা দেখছিলাম। হঠাৎ একটা বাইক অনেকটা উপরে উঠে এসে গিয়েছিল। তার মধ্যে একটা বাইক ছিটকে বাইরে বেরিয়ে আসে। আমার বুকে আর মাথায় লাগে। আরও কয়েকজন আঘাত পেয়েছে।” তবে আগামী দিনে মেলায় এরকম ঝুঁকিপূর্ণ খেলায় যাতে আরও সাবধানতা অবলম্বন করা হয়, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও মেলায় আগত সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version