বিধানসভায় কী বললেন শুভেন্দু?
এই মুহূর্তে রাজ্য বিধানসভায় চলছে বাজেয় অধিবেশন। সোমবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা IAS এবং IPS-দের ভাতা প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তাঁকে বাধা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Banerjee)। তিনি জানান, বিধানসভার ভাষণে এ হেন মন্তব্য করা যাবে না। পালটা ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতাও। BJP বিধায়করাও এই মর্মে এরপর প্রতিবাদ শুরু করেন। বিধানসভা কক্ষেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। মিনিট ১০-এর মধ্যেই শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য থামিয়ে দেন। তাঁর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পদ্ম বিধায়করা।
বাজেট অধিবেশনে উত্তপ্ত বিধানসভা (West Bengal Assembly)
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে গত ১ ফেব্রুয়ারি থেকেই রাজ্য বিধানসভায় তুমুল হট্টগোল চলছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। কিন্তু, রাজ্যপালের ভাষণের মধ্যেই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP বিধায়করা। চলে একের পর এক স্লোগান। রাজ্যপালের বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। দফায় দফায় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। এর মধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হয় বিধানসভায় বাজেট অধিবেশন। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কার্যত বিরোধী শূন্য বিধানসভাতেই রাজ্যপাল বক্তৃতা দেন।
আগেও বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাৎ (Mamata Banerjee Suvendu Adhikari Meeting)
এর আগে গত ডিসেম্বর মাসে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে সৌজন্য সাক্ষাৎকার করেন শুভেন্দু অধিকারী। অল্প সময়ের জন্যই এই সাক্ষাত হয়। লাগাতার রাজনৈতিক সভা থেকে চাঁচাছোলা ভাষায় একে অপরকে আক্রমণ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে। ডিসেম্বর মাসের সাক্ষাতও রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। তারপর আরও নানা রাজনৈতিক ইস্যুতে পরিস্থিতি জটিল হয়েছে। ফলে এবারের সাক্ষাৎ ঘিরেও জল্পনা বাড়ছে।