West Bengal Tourism : অপরাধ দমনে কড়া ব্যবস্থা দার্জিলিং জেলা পুলিশের (Darjeeling District Police)। লাখ লাখ পর্যটক প্রতি বছর পা রাখে দার্জিলিঙে। পাশাপাশি বহিরাগত ভাড়াটিয়া, পেয়িং গেস্ট-এর সংখ্যাও বাড়ছে শৈল শহরে। বহিরাগত বাসিন্দাদের সম্বন্ধে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য বাড়িওয়ালাদের বিশেষ নির্দেশিকা দার্জিলিং পুলিশের। পুলিশের ওয়েবসাইটে ভাড়াটিয়া, পেয়িং গেস্ট, গৃহকর্মী, নিরাপত্তা রক্ষী, চুক্তিভিত্তিক শ্রমিকদের বায়ো-ডাটা আপলোড করার জন্য ওয়েব পোর্টাল চালু করল দার্জিলিং জেলা পুলিশ। https://service.darjeelingpolice.org/ ওয়েবসাইটে পাওয়া যাবে এই সুবিধা।

Siliguri News: টাকা দিলেই জাল আধার-লাইসেন্স, অনুপ্রবেশের নয়া তথ্য ফাঁস
দার্জিলিং সদর থানা এলাকায় সংঘটিত হত্যা মামলার পরিপ্রেক্ষিতে দার্জিলিং পুলিশ (Darjeeling Police) শহরে নিরাপত্তা জোরদার করতে চলেছে। দার্জিলিং জেলা পুলিশ ওয়েবসাইটে ই সার্ভিস পোর্টাল চালু করল। যেখানে বাড়িওয়ালাদের ভাড়াটিয়া, পেয়িং গেস্ট, গৃহকর্মী, নিরাপত্তা রক্ষী, চুক্তিভিত্তিক শ্রমিক এবং প্রবীণ নাগরিকদের সংশ্লিষ্ট পোর্টালে বিশদ বিবরণ পূরণ করতে হবে। ফর্ম অনলাইন এবং অফলাইনে পাওয়া যাচ্ছে। এরপর সংশ্লিষ্ট থানায় ভাড়াটেদের ছবি এবং নথির একটি অনুলিপি (আধার কার্ড, ভোটার কার্ড) সহ জমা দিতে হবে। বহিরাগত লোকদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্যেই এই ব্যবস্থা বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ শুরে খবর, অনেকেই পড়াশোনা, চাকরি এবং ব্যবসার জন্য এখানে বসবাস করছেন। তবে এর মধ্যে অপরাধ জগতের লোকেদের আনাগোনা কমাতেই কড়া ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন। এর ফলে অপরাধ মানসিকতার লোকদের থাকার ঝুঁকি কমবে।

Guwahati Police : নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোমাংস বিক্রির চেষ্টা, গুয়াহাটিতে গ্রেফতার ২
উল্লেখ্য, বছরের প্রথম মাসেই অবৈধ অনুপ্রেবশ রুখতে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারির সিদ্ধান্ত নেয় দার্জিলিং জেলা পুলিশ (Darjeeling District Police)। পুলিশের তরফে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে নতুন নজরদারি ক্যামেরা বসানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সব মিলিয়ে মোট ১৩টি নতুন CCTV ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ জানায়, নতুন বসানো এই CCTV ক্যামেরার মাধ্যমে যান চলাচল থেকে শুরু করে অপরাধীদের উপর নজরদারি চালানো হবে।

Hooghly News : দুয়ারে সরকারের পর দুয়ারে পুলিশ, মানুষের সমস্যা শুনে পরামর্শও দিচ্ছেন উর্দিধারীরা
মূলত অপরাধ দমনে একের পর এক নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছে জেলা পুলিশ প্রশাসন। একমাসও হয়নি দার্জিলঙে এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। বন্ধ ঘর থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ। ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে বাধার সম্মুখীন হওয়ায় দুষ্কৃতীরা তাঁকে হত্যা করে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ কুমার ওঝা (৫২)। খুন ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ (Darjeeling Police)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version