রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor C V Ananda Bose) তাঁর পূর্বসূরির সঙ্গে দেখা করতেই রাজ্য রাজনীতিতে নানা জল্পনা। একাধিক বিতর্কের মধ্যেই প্রাক্তন ও বর্তমানের এই সাক্ষাৎ ঘিরে চর্চা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই এবার কুণাল ঘোষের মন্তব্য ঘিরে জোর তরজা। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “জগদীপ ধনকড়কে যারা পাঠিয়েছিলেন, তাঁরাই তো বর্তমান রাজ্যপালকেও নিয়োগ করেছেন। তাই কর্মপদ্ধতি আলাদা হলেও উৎসস্থল একই। ফলে আলাদা উদ্দেশ্য হবে, এটা না ভাবাই ভালো। যতদিন তিনি সৌজন্য দেখাচ্ছেন, বাস্তবে থাকছেন, ততক্ষণ নিশ্চিতভাবে পালটা সৌজন্য চলবে। কিন্তু, কোনও রাজ্যপাল যদি রীতি বহির্ভূতভাবে রাজ্যের সঙ্গে আচরণ করেন বা নজরদারির চেষ্টা করেন, পরামর্শদাতার নামে বাইরের রাজ্যের আমলাদের একটা অন্যভাবে ব্যবহারের চেষ্টা করেন সে ক্ষেত্রে নিশ্চিতভাবে ভাষা এবং মেজাজ বদলাবে।”


West Bengal Governor : প্রাক্তনের শরণাপন্ন, ধনখড়ের বাসভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস
পূর্বসূরির সঙ্গে সাক্ষাৎ

সোমবার সন্ধ্যায় উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Former West Bengal Governor Jagdeep Dhankhar) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও তাঁদের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। জগদীপ ধনখড় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই সাক্ষাতের একটি ছবি টুইট করেন।

West Bengal Governor : সুকান্ত সাক্ষাতের পরই কড়া বার্তা রাজ্যপালের

রাজ্যপালের কড়া বার্তা

গত শনিবার রাজভবনে যান BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্যে অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পাশাপাশি রাজ্যে হিংসা নিয়েও একাধিক অভিযোগ জানান তিনি। এই সাক্ষাতের পরই রাজভবনের পর থেকে জারি করা হয় একটি প্রেস বিবৃতি। যেখানে জানানো হয়, নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। কেউ আইন হাতে তুলে নিতে পারে না। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা হবে এবং তার জন্যে সময়োচিত এবং সদর্থক পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে রাজ্যপালের বক্তব্য, “আপনি যতই উঁচু পদে থাকুন না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।” দুর্নীতির প্রশ্নেও কড়া বার্তা শুনিয়েছেন রাজ্যপাল। তাঁর সাফ কথা, দুর্নীতিকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। নন্দিনী চক্রবর্তীর অব্যাহতি নিয়ে ধোঁয়াশা

Nandini Chakraborty IAS : নন্দিনীর জায়গায় কে, ধোঁয়াশা জারি
রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তাঁর পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা নিয়ে কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি। এর মধ্যেই শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, “আমার বিশ্বাস, উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন।” অন্যদিকে, বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করে বলেন, “রাজ্যপালকে না কি গ্রিপে এনেছে!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version