ঘটনাস্থলে যান কেশিয়াড়ি থানার (Keshiary Police Station) পুলিশ। স্থানীয় মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে ৪১ লাখ টাকা বরাদ্দ হলেও কেশিয়াড়ির কুমারডুবি পুল সংস্কারেও প্রশাসন ‘ঢিলেমি’ দেখাচ্ছে দাবি করেন বিজেপি কর্মী, সমর্থকরা। সাংসদ তহবিল থেকে বরাদ্দ হয়েছে অর্থ কিন্তু হয়নি কাজ আর তাই সেই কাজ না হওয়ার অভিযোগ তুলে এবার রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি।
শুক্রবার সকাল থেকে হালকা বৃষ্টির মাঝেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। কেশিয়াড়ির পাঁচিয়ার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। রাজনৈতিক ‘প্রতিহিংসা’ থেকেই স্থানীয় জেলা ও মহকুমা প্রশাসন সংস্কারের কাজ করছে না বলে দাবি করেন আন্দোলনকারীরা।
BJP-র দাবি, কেশিয়াড়ির হাতিগেড়িয়া থেকে উড়িয়াবাড় পর্যন্ত ১৯ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আর সেই রাস্তা মেরামতির জন্য টেন্ডার পাস হয় ২০২০ সালে। সেই মতো কাজও শুরু হয়।
কিন্তু কেশিয়াড়ির হাতিগেড়িয়া থেকে পাঁচিয়ার পর্যন্ত রাস্তা মেরামতি হয়ে থমকে যায় বাকি ৫কিমি রাস্তা মেরামতির কাজ। BJP-র অভিযোগ, পাঁচিয়াড়-এর পর থেকে যে রাস্তা বাকি রয়েছে সেই রাস্তা কেশিয়াড়ির লালুয়া ৮নং অঞ্চলের উপর অবস্থিত। আন্দোলনকারীদের দাবি, ৮ নং অঞ্চল বিজেপি পরিচালিত হওয়াতে এই রাস্তা মেরামত করেননি।
সে কারণেই শুক্রবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতৃত্বরা। এর আগেও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। তবে ব্লক প্রশাসনের আশ্বাসের বিক্ষোভও উঠেছে। তবে ব্লক প্রশাসনের আশ্বাস মতো কাজ না হওয়াতে ফের শুক্রবার আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এরা এরকম করছে। এই রাস্তা দিয়ে কি তৃণমূলের লোকজন হাঁটাচলা করে না ? ইচ্ছে করে, এই রাস্তার সংস্কার আটকে রাখা হয়েছে।” পাশাপাশি বিজেপির অভিযোগ, কেশিয়াড়ির সাঁতরাপুর ৩নং অঞ্চলের কুমারডুবি পুল দীর্ঘ দিন ধরেই কাঠের পুল হয়ে রয়েছে।
মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের তহবিল হয়েছে। পুল মেরামতির জন্য ৪১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। তারপরেও পুল মেরামতির কাজ করা হয়নি বলে দাবি তাঁদের। রাজ্য সড়ক অবরোধের ফলে আটকে পড়ে একাধিক যানবাহন। সাধারণ মানুষকে অসুবিধার শিকারও হতে হয়।