জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় টেস্ট জিতে ইতিমধ্যেই চলতি বর্ডার গাভাসকর সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এরমধ্যে রবিবার তৃতীয় ও চতুর্থ টেস্টের দল বেছে নিল শিব সুন্দর দাসের নেতৃত্বে জাতীয় নির্বাচক কমিটি। বাংলাকে রঞ্জি ট্রফি ফাইনালে হারিয়ে ফের টেস্ট দলে কামব্যাক করলেন জয়দেব উনাদকাট। একইসঙ্গে তাঁর জন্য খুলে গেল এবার সীমিত ওভারের দলের দরজা। একদিনের দলেও জায়গা করে নিলেন এই সৌরাষ্ট্রের অধিনায়ক।
— BCCI (@BCCI) February 19, 2023
India squads for last two Tests of Border-Gavaskar Trophy and ODI series announced #TeamIndia | #INDvAUS | @mastercardindia
— BCCI (@BCCI) February 19, 2023
আরও পড়ুন: Manoj Tiwary, Ranji Trophy Final 2023: শাহবাজের রান আউটে ঘুরল ম্যাচ, নিজের ঘাড়েই দায় নিলেন মনোজ
আরও পড়ুন: Cheteshwar Pujara 100th Tets, BGT 2023: মাইলস্টোন টেস্টে ব্যাটে ম্যাচ জেতালেও, পূজারা মজে রঞ্জি জয়ে
এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।
এক নজরে ভারতের একদিনের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।