শ্যামগোপাল রায়
ফ্ল্যাট কেনাই হোক বা নতুন বাড়ি তৈরি – মিউটেশন করাতেই হয়। কিন্তু তা করতে গিয়ে নানা ঝক্কির মুখে পড়েন অনেকে। অনেকে এর যথাযথ প্রক্রিয়া জানেন না, ফর্ম পূরণ থেকে শুরু করে এ সংক্রান্ত কাগজপত্র জোগাড়েও বিস্তর সমস্যা হয়। সমস্যা মেটাতে এ বার পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে আবাসিকদের দরজায় পৌঁছে যাচ্ছেন বিধাননগর পুরনিগমের কাউন্সিলাররা।

Kolkata Municipal Corporation : সম্পত্তিকর আদায় বাড়াতে বিশেষ অভিযান পুরসভার
ফ্ল্যাট মিউটেশনের শংসাপত্র মালিকরা যাতে দ্রুত হাতে পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পাশাপাশি আয়োজিত হচ্ছে কর্মশালাও। পুরনিগমের ধারণা, এ ভাবে রাজস্ব আদায় অনেকটাই বাড়বে।

কারণ এই পুরনিগমের আওতাধীন রাজারহাট-গোপালপুর এলাকার অনেক ফ্ল্যাটের মালিক এখনও মিউটেশন করাননি। তাঁদের থেকে সম্পত্তিকর আদায় করা যাচ্ছে না। যার প্রভাব পড়ছে রাজস্ব-ভাণ্ডারে।

তৃণমূলের পুর কাউন্সিলারদের জনসংযোগ বাড়ানোর জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর-পরিষেবা পৌঁছতে এবং মানুষের সমস্যার কথা জানতে কাউন্সিলাররা যাতে নাগরিকদের দরজায় দরজায় যান, সে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনার পাশাপাশি মিউটেশনের কাজের জন্য কর্মশালা আয়োজনে উদ্যোগী বিধাননগরের বহু কাউন্সিলার।

Flat In Barrackpore Kalyani : বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ, ব্যারাকপুর-কল্যাণীতে ফ্ল্যাট KMDA-র! জানুন আবেদনের পদ্ধতি
৬ নম্বর ওয়ার্ড বা কৈখালি এলাকার তৃণমূল কাউন্সিলার সম্রাট বড়ুয়ার ওয়ার্ডে তিনটি আবাসনে মিউটেশন সংক্রান্ত কর্মশালার আয়োজন হয়ে গিয়েছে। পুরনিগম সূত্রে খবর, কৈখালির বেশিরভাগ ফ্ল্যাটেরই মিউটেশন হয়নি। সব আবাসনেই ধাপে ধাপে মিউটেশন সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হবে বলে সম্রাট জানান।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য – মানুষের দরজায় পুর পরিষেবা পৌঁছে দেওয়া। তাই এই কর্মসূচি। এই পরিকল্পনায় বাসিন্দারা উপকৃত হচ্ছেন, তেমনই রাজস্ব বাড়ারও সম্ভাবনা থাকছে।” ভিআইপি রোড এলাকায় যত ফ্ল্যাট আছে, তার ১০০ ভাগই মিউটেশনের আওতায় এলে পুরনিগমের রোজগার এক ধাক্কায় বছরে অন্তত ২৫ কোটি টাকা বাড়বে বলে সরকারি সূত্রে খবর।

কী হচ্ছে পুরনিগমের কর্মশালায়?
মিউটেশন করতে গেলে প্রথমে ফর্ম তুলে তা পূরণ করতে হয়। এরপর ওই ফ্ল্যাটের মালিকানা, জমির রেজিস্ট্রি সংক্রান্ত কাগজ দেখাতে হয়। এ জন্য পুরনিগমের বিল্ডিং, আইন, কর আদায় বিভাগে কাটতে হয় চক্কর।

Flat At Kolkata : কসবা-কল্যাণী-ব্যারাকপুরে ১১ লাখে ফ্ল্যাট KMDA-এর! কারা আবেদন করতে পারবেন?
কিন্তু, এই কর্মশালার মাধ্যমে একই ছাদের তলায় পুরো বিষয়টি সম্পন্ন হচ্ছে। বিধাননগর পুরনিগমের অ্যাসেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী বলেন, “বহুতল আবাসনের পাশাপাশি পাড়ায়-পাড়ায় মিউটেশনের শিবির করা হবে।”

নজরে বিধাননগরের কর: বর্তমানে সম্পত্তিকর আদায় ২২ থেকে ২৫ কোটি টাকা, মোট পরিবার ১ লক্ষ ৪৭ হাজার, রাজারহাট-গোপালপুর ১ লক্ষ ১৭ হাজার, সল্টলেক ২৬ হাজার, মোট বাসিন্দা ৬ লক্ষ ৩৪ হাজার ১০৭ জন, তথ্য সহায়তা – পুর দপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version