মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক (Mamata Banerjee Administrative Meeting) নিয়ে একাধিক অভিযোগ তুলে সাঁড়াশি আক্রমণে নেমেছে BJP। ১৭ ফেব্রুয়ারির এই সভা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, পড়ুয়া এবং দরিদ্র উপভোক্তদের জোর করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার জন্য লাখ লাখ টাকা খরচে বাসের বন্দোবস্ত করা হয়েছিল।

Bankura News :’জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনিক সভা করছেন’, মুখ্যমন্ত্রীকে তোপ BJP বিধায়কের

বিস্ফোরক টুইট শুভেন্দুর

রবিবার একটি বিস্ফোরক টুইট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Tweet)। যেখানে বাঁকুড়ার RTO-র সই করা বাসের তালিকার ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, “দরিদ্র উপভোক্তা এবং পড়ুয়াদের জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় নিয়ে যাওয়া হয়েছিল। এবং গত ১৭ ফেব্রুয়ারি তাদের জন্য ৭০০টি বাস ভাড়া করা হয়েছিল। যার খরচ পড়েছিল আনুমানিক ৭৮ লাখ টাকা।” এই অভিযোগ নিয়ে বাঁকুড়ার RTO-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Mamata Banerjee News: মুখ্যমন্ত্রীর সভার জন্য বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা

কী অভিযোগ BJP-র

গত শুক্রবার বাঁকুড়ার বিকনা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।সেই অনুষ্ঠান ঘিরেই শুরু হয়েছে তরজা। BJP-র অভিযোগ, ওই সভার মাঠ ভরাতে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে বাঁকুড়া ও পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলা থেকে ৭০০টি বাস তোলা হয়। ওই বাসগুলির জন্য সরকারি কোষাগার থেকে খরচ করা হয়েছে ৭৮ লাখ ১২ হাজার ৮১০ টাকা। সোনামুখীর BJP বিধায়ক দিবাকর ঘরামি বলেন, “যেখানে সরকারী অনুষ্ঠানে BJP বিধায়ক সাংসদরা ডাক পান না, সেখানে রাজ্যের জন্য সর্বদলীয়ভাবে গলা ফাটাতে আমরা কেন দিল্লি যাব? জনগণের ট্যাক্সের টাকায় উনি প্রশাসনিক সভার নাম করে তৃণমূলের সভা করছেন।”
Mamata Banerjee Brother : ‘ভাই-ভাইবউকে BJP-তে নিয়ে যেতে চেয়েছিল!’ বিধানসভায় বিস্ফোরক মমতা

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

যদিও তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “BJP বিধায়ক যে কথা বলেছেন তা হয়তো ভেবেচিন্তে বলেননি। মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরে এসে ১৮৭ কোটি ৫৩ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ১৫০ কোটি ৬৫ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন সেই কথা উনি বলতে পারলেন না! মানুষ এসবকে কোনও গুরুত্ব দেবে না৷”

সভার কারণে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (Bankura University) অধীনস্থ কলেজগুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা ‘বাতিল’ করা হয়েছে। এমনটাও অভিযোগ ওঠে। স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের পরীক্ষার তারিখ বহু দিন ধরে নির্ধারিত হয়ে থাকলেও দু’দিন আগে তা বাতিল করে দেওয়া হয়। যদিও পরীক্ষা বাতিলের কোনও সুস্পষ্ট কারণ জানানো হয়নি। এই নিয়ে সরব হয় গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version