Tapas Mondal Arrest: নিয়োগ দুর্নীতিতে (WB Teacher Recruitment Scam) সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mondal)। রবিবার দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার করা হয় তাঁকে।

তাপস মণ্ডলের স্ত্রীয়ের বয়ান


শিক্ষাবিদ তাপস মণ্ডলের গ্রেফতারির পর নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তাপস মণ্ডলের স্ত্রী সন্ধ্যা রাণী মণ্ডল। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ”মা কালীর দিব্বি খেয়ে বলছি আমি কিচ্ছু জানি না।” তাঁর কথা অনুযায়ী, তাপস মণ্ডলের কোনও কাজ, কোনও ব্যবসা সংক্রান্ত কোনও তথ্যই তাঁর কাছে নেই।

TET Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র হাতে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস

তাপস মণ্ডল তদন্তে সহযোগিতা করছিল, তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হল? এর কোন উত্তর নেই তাঁর স্ত্রী সন্ধ্যা রাণী মণ্ডলের কাছে। রবিবার সন্ধ্যায় তাপস মণ্ডলের বারাসতের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা হলে তিনি কিছুই জানেন না বলে জানান। কটা বি-এড কলেজের সঙ্গে তাপস মণ্ডল যুক্ত ছিলেন তাও নাকি তাপস জায়া সন্ধ্যা রাণী মণ্ডল জানেন না বলে দাবি করেন।

তাপস মণ্ডলের সঙ্গে এদিন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এজেন্ট নীলাদ্রি ঘোষকে। অভিযোগ, তাপস মণ্ডলের ঘনিষ্ঠ এবং নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত নীলাদ্রি। তাঁকেও নাকি চেনেন না সন্ধ্যাদেবী। তিনি বলেন, ”নীলাদ্রি নামে কাউকে কোন দিন দেখেনি, চেনেনও না।”

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন

বাড়িতে কেউ আসত না, দাবী স্ত্রীয়ের

তাপস জায়া সন্ধ্যা রাণী মণ্ডল জানান, ”বারাসতের বাড়ির ভিতরে কেউ আসে না।” তিনি বলেন, তাপস মণ্ডলের কর্মক্ষেত্রের কোনও কিছুই জানেন না। তাপস বাবুর সঙ্গে কোথায় কে দেখা করে, কার সঙ্গে কথা হয় এসব কিছুই জানা নেই তাপস মণ্ডলের স্ত্রীয়ের বলে দাবি। এমনকি তাপস বাবুকে যে গ্রেফতার করা হয়েছে তাও জানতেন না তাঁর স্ত্রী বলে দাবি করেন। সাংবাদিকদের থেকেই প্রথম বিষয়টি শোনেন বলে দাবি করেন তাপস মণ্ডলের স্ত্রী।

বহুদিন ধরেই তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই। এদিন সকালে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ শেষেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা দল। একাধিক বি.এড কলেজের সঙ্গে যুক্ত তিনি। সিবিআই সূত্রে দাবি, তার মধ্যে ২০১২ সালে বারাসতের কামাখ্যা বালক আশ্রমের ডিএলএড কলেজের সঙ্গেও যুক্ত হন তাপস। ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version