প্রেসিডেন্সি জেলে গুরুতর আহত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর মুখে চোট লেগেছে বলে সংশোধনাগার সূত্রে খবর। ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখতে বুধবার জেলে পৌঁছন SSKM হাসপাতালের চিকিৎসকরা। কেমন আছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী?


জেলে আহত পার্থ চট্টোপাধ্যায়

প্রেসিডেন্সি জেল (Presidency Jail) সূত্রে খবর, গত সপ্তাহের শেষের দিকে সন্ধ্যাবেলা জেলে হাঁটতে হাঁটতে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সময়ই তাঁর মুখে আঘাত লাগে। প্রাথমিকভাবে জেলেই তাঁর আঘাতের চিকিৎসা করা হয়েছিল। তবে এদিন SSKM হাসপাতালের চিকিৎসকদের দেখে আবারও চোট পরীক্ষা করানো হয়।

Partha Arpita : ভার্চুয়াল স্ক্রিনে ভেসে উঠল মুখ, আদালতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার
SSKM-এর চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের চোট গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। যদিও কোনও বন্দির সঙ্গে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের কোনওরকম বচসা হয়েছে কি না, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Partha-Arpita : শরীর ঠিক নেই পার্থ-অর্পিতার! জামিনের আবেদন খারিজ করে ফের হেফাজতের নির্দেশ আদালতের
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। CBI এবং ED দুই তদন্তকারী সংস্থাই এই নিয়োগ দুর্নীতি মামলায় পৃথক পৃথকভাবে তদন্ত চালাচ্ছে। এদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারে দিন কাটছে অর্পিতার। হেফাজতের মেয়াদ শেষ হতেই একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও বারবারই প্রভাবশালীর তত্ত্ব দেখিয়ে জামিনের বিরোধীতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। বারবারই নাকচ হয়ে গিয়েছে তাঁর জামিন।

Primary TET : ‘প্রভাবশালী একজন আমাকে ফাঁসিয়েছে…’, আদালতে ঢোকার মুখে বিস্ফোরক তাপস
এর আগে একবার ভার্চুয়াল শুনানিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার শরীরের অবস্থা ঠিক নেই। জেলে পর্যাপ্ত ব্যবস্থা নেই। শরীরের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও ওষুধপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। যদি আমার বিষয়টি দেখেন হবে ভালো হয়।” বিচারকের সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি জানি আমি নির্দোষ। আমি খুব অসুস্থ। এজেন্সিকে কাজে লাগিয়ে আমার উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল চলছে।”

Tapas Mondal Arrested : CPI কর্মী থেকে ‘গোল্ড মেডেলিস্ট’ শিক্ষাবিদ! কী ভাবে কোটি কোটি টাকার লেনদেনে জড়ান তাপস?
গত সপ্তাহেই ভার্চুয়াল মাধ্যমে ব্য়াঙ্কশাল আদালতে শুনানির সময় মুখোমুখি দেখা হয় জেলবন্দি পার্থ এবং অর্পিতার। অনলাইনের মাধ্যমে প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে কানেক্ট করা হয়েছিল তাঁকে। সওয়াল জবাব চলাকালীন আচমকাই ভার্চুয়াল স্ক্রিনজুড়ে দেখা গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version