মেদিনীপুর শহর সংলগ্ন পাঁচখুরি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি উলটে বিপত্তি। দুর্ঘটনার কবলে ৯ জন মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর আহত ৫ জন পরীক্ষার্থী। আহতদের নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medinipur Medical College & Hospital।
জানা গিয়েছে, কেশপুরের দোগাছিয়া হাই মাদ্রাসা থেকে এলাহিগঞ্জ হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে মারুতি ভ্যানে করে ৯ পরীক্ষার্থী রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি সংলগ্ন এলাকায় মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কের উপর একটি সাইকেলকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মারুতি ভ্যানটি।
পরীক্ষার্থীদের এক আত্মীয় বলেন, “পরীক্ষা দিয়ে সবাই মিলে ফিরছিল। সেই সময় একটা সাইকেলকে বাঁচাতে গাড়িটি উলটে যায়। কমবেশি প্রত্যেকে আহত হন। সবাইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে।”
দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। আহত ছাত্রদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণে রাজ্য সড়কের উপর কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ৫ জন মাধ্যমিক পরীক্ষার্থী। প্রত্যেককে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার সঙ্গে বাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। গজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় বাইকটিকে একটি হাতি তাড়া করে। পালাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় ওই ছাত্রের।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে অর্জুনের পরীক্ষা কেন্দ্র পড়েছিল। বন দফতরের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বন দফতরের আধিকারিকদের সঠিক নজর থাকলেই আজ অর্জুনকে বেঘোরে প্রাণ হারাতে হত না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।