পরিচিতদের কথায়, তিনি বরাবরই স্বভাব গম্ভীর। সাংবাদিক বৈঠক হোক বা দলের অভ্যন্তরীণ বৈঠক, তাঁকে খোশমেজাজে খুব একটা দেখা যায়নি। বরং কথার ছলে সুচারু ভাবে শ্লেষ মিশিয়ে দিতে সিদ্ধহস্ত। অভিধানের দোর্দণ্ডপ্রতাপ শব্দের উদাহরণে তাঁর নাম অনায়াসে লেগে যায়। এহেন প্রাক্তন মন্ত্রী দুর্নীতি এখন জেলবন্দি। আর সেই সুযোগে পোয়াবারো কুখ্যাত ISIS জঙ্গি থেকে ছিঁচকে চোরের। যে যখন ইচ্ছে ‘চমকে’ যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে।

Partha Chatterjee : হোঁচট খেয়ে পতন, মুখে চোট জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এরপর থেকেই আইনি লড়াই লড়তে হচ্ছে তাঁকে। আপাতত আদালতের নির্দেশে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। ‘শরীর ভালো নেই’, আদালতে এই কথা অতীতে বলতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গোদের উপর বিষফোঁড়ার মতো জেলে শুরু হয়েছে নয়া উৎপাত। একদিকে কুখ্যাত জঙ্গির ‘নেকনজর’ গিয়ে পড়েছে প্রাক্তন মন্ত্রীমশাইয়ের উপর। অন্যদিকে, দুই ছিঁচকে চোর নিয়ম করে দু’বেলা ‘পেছনে লেগে’ যাচ্ছে। এককথায় জেলের মধ্যে বডি শেমিংয়ের শিকার পার্থ।

Partha Chatterjee News: ‘বিদ্যাসাগর শিক্ষাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আর পার্থ চট্টোপাধ্যায়…’, আদালতে তীব্র কটাক্ষ ED-র আইনজীবীর
সূত্রের খবর, প্রথম দিকে বিষয়টি পাত্তা দিতে চাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। একসময় ধৈর্যের বাঁধ ভাঙে। বিষয়টি নজরে আসে জেল কর্তৃপক্ষরও। উদ্যোগী হয়ে কারারক্ষীরা ওই দুই ছিঁচকেকে ‘কড়কে’-ও দিয়েছেন। তবে তাতেও কি স্বস্তি মিলেছে? দু’দণ্ড শান্তির খোঁজ করছেন প্রাক্তন মন্ত্রীমশাই!
ছিঁচকের ছিঁচকেমো যাও বা সামলানো গিয়েছে, তার মধ্যে নয়া উৎপাত হয়ে হাজির ISIS জঙ্গি মুসা। ২০১৬ সালে গ্রেফতার হওয়া ওই জঙ্গি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। সাকিন প্রেসিডেন্সি সংশোধনাগার।

Calcutta High Court : চাকরিপ্রার্থীর সুইসাইড নোটে জনৈক পার্থর নাম, CBI তদন্ত চাওয়া মামলার অনুমতি বিচারপতি মান্থার
জানা গিয়েছে, গত রবিবার মুসার ফেলা জলেই স্লিপ খেয়েই হুড়মুড়িয়ে পড়ে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারে মুসাকে এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুঁদে রাজনীতিবিদ। কিন্তু, মগে করে মেঝেতে জল ফেলে রাখেন মুসা। এতেই পা হড়কে যায় তাঁর। থুতনিতে আঘাত লাগে পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসকেএম থেকে চিকিৎসকদের একটি দল গিয়ে থুতনির পরিচর্যা করে আসে।

Kuntal Ghosh On Partha Chatterjee : ১৫ কোটি নিয়েছিলেন পার্থ! জেরায় বিস্ফোরক কুন্তল
আঘাত গুরুতর না হলেও মুসার এই কাণ্ড ভালো ভাবে দেখছে না জেল কর্তৃপক্ষ। অব্যর্থ টিপে পারদর্শী মুসা এর আগে ভরা এজলাসে বিচারককে জুতো ছুড়েছিল। ছো়ড়াছুড়িতে হাত পাকানো ওই জঙ্গি কি সলতে পাকাচ্ছে তা নিয়ে চিন্তায় জেল কর্তৃপক্ষ। তাই চোখে চোখে রাখা হচ্ছে তাকে। যদিও মুসার ‘কুদৃষ্টি’, অন্যদিকে ছিঁচকেদের ফচকেমি দুই তিরে তিতিবিরক্ত প্রাক্তন মন্ত্রী। জেলের এক কর্তা বলেন, ‘আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। তা যথাযথ ভাবে করা হচ্ছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’ যদিও মুসার ‘কুদৃষ্টি’, অন্যদিকে ছিঁচকেদের ফচকেমি দুই তিরে তিতিবিরক্ত প্রাক্তন মন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version