শ্যুটিং ফ্লোরেও হম্বিতম্বি হৈমন্তীর
সংবাদমাধ্যমে পরিচালক অতনু বসু বলেন, “অচেনা উত্তম ছবিতে নার্সের ভূমিকায় একটি ছোট দৃশ্যে অভিনয় করেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। একদিনের শ্যুটিং হয়েছিল। আমাকেই প্রথম ফোন করেছিলেন তিনি। তিন থেকে চারটি ছোট দৃশ্যে শ্যুটিংয়ের জন্য তাঁকে বেছে নেয় আমার প্রোডাকশন টিম। তবে ওঁর অভিনয় আমার খুব স্টিফ লেগেছিল। তাই আমি বাদ দিতে চেয়েছিলাম। কিন্তু, পরদিনই দেখি ও অন্য পরিচালককে সেটে নিয়ে এসেছে। তখনই সাফ বলে দিয়েছিলাম ওঁর সঙ্গে কাজ করব না। নিউকামার ভেবে কাজ দিতে চেয়েছিলাম কিন্তু, আমার সেটে অন্য পরিচালককে কেন নিয়ে আসবে? তখনই বুঝে গিয়েছিলাম দু’নম্বরি স্বভাবের। পেমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর মুখ দেখিনি।”
কুন্তল ঘোষের দাবি, নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনে সরাসরি জড়িত ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। কিন্তু, কে এই রহস্যময়ী নারী? গোপাল দলপতির দ্বিতীয় এই স্ত্রী নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা হিসেবে উঠে এলেছিলেন। গোপাল দলপতিকে (Gopal Dalapati) ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। তখন তিনি নাম বদল করে আরমান গঙ্গোপাধ্যায়। কিন্তু, পরিবারের দাবি, বর্তমানে তাদের ডির্ভোস হয়ে গিয়েছে। কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ঢুকত আরমান এবং হৈমন্তীর নামে থাকা যৌথ অ্যাকাউন্টে।
নাম সামনে আসার পর ফেসবুকে আচমকাই প্রোফাইল সেটিংস বদলে লক করে দেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁর পেশা নিয়ে ধোঁয়াশা থাকলেও হৈমন্তী নিজেকে টলিউডের এক অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেন। সোশাল মিডিয়া প্রোফাইল বলছে, মডেল শ্যুটও করেন তিনি। টলিউড সূত্রে খবর, স্ট্রাগলিং করছিলেন অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকটি বি-গ্রেড মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন তিনি। এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘জাল’ নামক একটি ছবিতেও অভিনয় করেছিলেন গোপাল দলপতির দ্বিতীয় পত্নী।
টলিউডে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাজ দেখা এক ব্যক্তি দাবি, চটকদার চেহারা ছাড়া ক্যামেরায় সামনে আসার আর কোনও গুণ ছিল না তাঁর। না ছিল অভিনয় গুণ, না দক্ষ ছিলেন নাচ-গানে। ফলে এখানেও সুপারিশই ছিল আসল।