নিয়োগ দুর্নীতিকাণ্ডে ‘রহস্যময়ী’-কে নিয়ে তোলপাড় রাজ্য। হুগলির ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ও নিয়োগ দুর্নীতিতে জড়িত। এরপর থেকেই হৈমন্তীকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এবার হৈমন্তীর সঙ্গে মদন মিত্রর কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে সেলফিতে ধরা দিয়েছেন মদন মিত্র এবং হৈমন্তী। স্বভাবসুলভ ভঙ্গিমায় মদন মিত্রের চোখে সানগ্লাস এবং মুখে ‘মিষ্টি হাসি’। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো হৈমন্তীর সঙ্গে তৃণমূল বিধায়কের একফ্রেমে থাকা নিয়ে রাজনৈতিক মহলেও পড়েছে আলোড়ন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং মদন মিত্র।

Haimanti Ganguly : ‘নিকুচি করেছে মেয়ের!’ কুন্তল বর্ণিত ‘রহস্যময়ী’ হৈমন্তীকে মৃত ঘোষণা মায়ের
ঠিক কী বলেছেন তিনি?
মদন মিত্রএই সময় ডিজিটাল’-কে বলেন, “ছবিটা ভাইরাল কিনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কেমিস্ট্রিটা ভাইরাল নাকি সেই বিষয়টি। কে কাকে টাকা দিচ্ছে, টাকা তুলছে তা আমি কিছুই জানি না। ওকে আমি চিনিও না। কালকে আমি শুনতে পারি হৈমন্তী যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারী। সব শোনা কথা তো সত্য হয় না। কিন্তু, আমি যে তৃণমূল করি তা বোঝাতে বা বলতে তো আলাদা করে কোনও কনফার্মেশন লাগে না।”

তিনি আরও বলেন, “কে গোপাল দলপতি, কে হৈমন্তী কিছু জানি না। এই মহিলাকেও চিনি না। হয়তো বিয়েবাড়িতে সেজেগুজে আসে। আমি গ্লুকোজ মনিটরিংয়ের জন্য ১৫ হাজার টাকা দিয়ে তিনটে মেশিন কিনেছিলাম। সেলফির পাল্লায় হাত থেকে তিনটে মেশিনই ছিঁড়ে গিয়েছে। আমাকে দেখলেই সেলফি তোলার হিড়িক পড়লে কী করব!”

TET Scam : গোপালের আত্মীয়ের আ্যাকাউন্টে ৬০ লাখ!
মদন মিত্রের সংযোজন, “কেউ যদি ভালোবেসে আমার ছবি রাখে আমি কী করব! ওঁকে কখনও চোখে দেখেছি বলে মনে পড়ছে না। এর নামও জানি না। এদিকে ছবি দেখে বউও ফোন করেছিল। ওকে বলেছি, ফটোটা ভাইরাল হলে তা আসল বিষয় নয়। কিন্ত, যারা এই চুরি বা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যদি আমার কেমিস্ট্রি ভাইরাল হয় তাহলেই আমার ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। তা তো এক্ষেত্রে ঘটেনি।”

Kuntal Ghosh : সূত্র মোবাইল, ‘এজেন্ট’ কুন্তল সিবিআই- নজরে
অর্থাৎ ভিড়ে আর পাঁচজনের মতো কোনও এক সময় হৈমন্তীকে না চিনেই সেলফি তুলেছিলেন তিনি, দাবি এই তৃণমূল বিধায়কের। যদিও মদন মিত্রের সঙ্গে ‘রহস্যময়ী’-র ছবি সামনে রেখে রীতিমতো সরব হয়েছেন বিরোধীরা। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য শাসক দলের ‘রাঘব বোয়াল’-রা যুক্ত, দাবি তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version