West Bengal News : কখনও কোমর সমান জল, কখনও বুক। সমান জল পেরিয়ে যেতে হয়েছে। তবুও অদম্য সাত বঙ্গ সন্তান থেমে থাকেননি। ইতিহাস তৈরির অঙ্গীকার নিয়ে পাড়ি দিয়েছেন বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। সময় লেগেছে চার দিন। পায়ে হেঁটে অতিক্রম করেছেন প্রায় ১২০ কিমি দূরত্ব। সংবাদ মাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন রোমাঞ্চপ্রেমী দলের সদস্য।

North 24 Parganas News : পায়ে হেঁটে পাড়ি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নজির বনগাঁর ৭ বঙ্গ সন্তানের
পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বাংলাদেশের কক্সবাজারের (Bangladesh) সমুদ্র সৈকতে পায়ে হেঁটে ইতিহাস সৃষ্টি করলেন সাত বাঙালি। হাওড়া এ্যাডভেঞ্চার স্পোর্টস এ্যাসোসিয়েশনের (Howrah Adventure Sports Association) এই ৭ বাঙালি সদস্য ৪ দিনে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ শাহপরী সমুদ্র সৈকত থেকে নাজিয়ার টেক সমুদ্র সৈকত পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত অতিক্রম করে ফিরেছেন।

Purba Medinipur Student Death : ডাব পাড়ার নেশা! মাঝরাতে হস্টেল থেকে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ছাত্রের
বাংলাদেশের বিচ হাইকিং সংস্থা ও হাওড়া স্পোর্টস এ্যাডভেঞ্চার এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইন্দো বাংলা যৌথ সমুদ্র অভিযান গত ২০ ফেব্রয়ারি শেষ হয়েছে। অভিযান শেষ করে গত বুধবার রাতে প্রত্যেকে বাড়ি ফিরেছেন। এ্যাডভেঞ্চার এ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, প্রথম ভারতীয় বা বিদেশি সংগঠিত হিসাবে একমাত্র তারাই এই প্রথম দীর্ঘতম এই প্রাকৃতিক সমুদ্র সৈকত পায়ে হেঁটে পাড়ি দিল।

Digha Sea Beach : ‘উড়তা দিঘা!’ সৈকতে কেজি কেজি গাঁজা উদ্ধারে বাড়ছে উদ্বেগ, সক্রিয় পুলিশ
অভিযান সর্ম্পকে হাওড়া স্পোর্টস এ্যাডভেঞ্চার এ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য দেবাশিস চক্রবর্তী জানান, পৃথিবীর দীর্ঘতম বাংলাদেশের এই সমুদ্র সৈকত। আমরা পায়ে হেঁটে পাড়ি দিয়েছি। বাংলাদেশের দুই বন্ধুও আমাদের সঙ্গে ছিলেন।” তিনি আরও জানান, কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় এই অভিযান সম্পন্ন হয়েছে।

MV Ganga Vilas : ৪২ দিনের যাত্রা শেষে গুয়াহাটিতে গঙ্গা বিলাস, উষ্ণ আপ্যায়ন বিদেশি পর্যটকদের
দেবাশিস বলেন, “যেহেতু আমরা বিদেশী সেই কারণে বাংলাদেশ টুরিস্ট পুলিশ আমাদের উপর সর্তক নজর রাখার পাশাপাশি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এই সমুদ্র সৈকত অভিযানে আমাদের কখনও কোমর সমান আবার কখনও বুক সমাজ জল অতিক্রম করতে হয়েছে।”

Digha Beach: দিঘা মোহনায় এবার হাঙর! খবর ছড়াতেই ভিড় পর্যটকদের
তবে এটা শুধু পায়ে হেঁটে সমুদ্র সৈকত আভিযান নয়। এর পাশাপাশি সৈকত এলাকার মানুসের মধ্যে সৈকত দূষণ মুক্ত রাখার প্রচার এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্তদান ও থ্যালাসেমিয়া রোগ নিয়ে প্রচার চালানো হয়েছে বলে জানান দেবাশিস চক্রবর্তী।

Alipurduar News: ফ্রিজ খুলতেই নাকে এল পচা গন্ধ, চমকে উঠলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক
পাশাপাশি পাটুয়ার টেক সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান চালানো হয়। বাংলাদেশের পাশাপাশি আমাদের দেশেও সমুদ্র সৈকত পরিষ্কার ও দূষণ মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version