West Bengal News : গভীর রাতে রানাঘাট (Ranaghat) থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গ্রামের মোট পাঁচটি মন্দির থেকে চুরি হয়ে গেল রুপোর গয়না সহ কয়েক হাজার টাকা। এই দুঃসাহসিক চুরিতে আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে তারাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাজীপুর, কাশীনাথপুর ও তারাপুর গ্রামের মোট পাঁচটি মন্দিরে। মন্দিরের প্রণামী বাক্স সহ কালী মন্দির ও শনি মন্দিরের ঠাকুরের গায়ের রুপোর গয়নাও চুরি করা হয়েছে।

Hooghly News : গোয়াল ঘরে মাটি চাপা দেওয়া সদ্যোজাতর দেহ, উদ্ধার হতেই চাঞ্চল্য পুরশুড়ায়
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর দাবি এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি। হঠাৎই গয়না ও টাকা পয়সা চুরি যাওয়াতে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। এই চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Bhatpara Shootout : মন্দিরের ভিতরে যুবককে লক্ষ্য করে গুলি, শ্যুটআউটে ফের উত্তপ্ত ভাটপাড়া
তবে সকাল থেকেই প্রতিটি মন্দিরে তদন্ত শুরু করেছেন রানাঘাট থানার (Ranaghat Police Station) ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসন। কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে, তার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ

Jhargram News : ঝাড়গ্রাম জাতীয় সড়কে অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ!
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের গ্রামে এই ধরনের ঘটনা আগে কোনওদিন ঘটেনি। রাতের অন্ধকারে এই চুরি করা হয়েছে, তাই কাকপক্ষীও টের পায়নি। সোমবার সকালে মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েতরা পুজো করতে এসে প্রথম এই চুরির ঘটনা খেয়াল করেন। তাঁরা মন্দিরের ভিতরে ঢুকে দেখেন বিগ্রহের গায়ে কোন‌ও অলঙ্কার নেই।

Rahara Shootout : রাজ্যে ৭ দিনে ৫ শ্যুটআউট, রহড়াতে চলল গুলি! উধাও ‘গুলিবিদ্ধ’
মন্দিরের ভেতরে থাকা শিলামূর্তিগুলি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসি আমরা”। খবর পেয়ে ছুটে আসে রানাঘাট থানার পুলিশ। পরপর পাঁচটি মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে CBI-র হাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী, মালদায় চাঞ্চল্য
এই পরিস্থিতিতে গ্রামে রাত পাহারা শুরু হবে বলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার পাঁচটি মন্দিরেই যেভাবে এক‌ই রাতে চুরি হয়েছে তাতে একটি ঘটনার সঙ্গে অন্যটির সম্পর্ক থাকার সম্ভাবনা আছে।

Jalpaiguri News Today : সামনে ঝুলছে মায়ের দেহ নিশ্চিন্তে ঘুমিয়ে ছেলে! জলপাইগুড়িতে শোরগোল
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক একমাস আগেই শান্তিপুরের (Shantipur) একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করা হয়েছিল। তবে প্রতিমার গায়ের গয়না অন্যত্র রাখার জন্য বড়সড় ক্ষতির মুখ থেকে বাঁচা গিয়েছিল সেই সময়।

Trending News : চোর চোর…পড়েই রইল বাইক, ছাগল নিয়ে চম্পট
শান্তিপুরের (Shantipur) সূত্রাগড় অঞ্চলের ষড়ভূজা বাজার এলাকায় প্রাচীন জাগ্রত রূপাকালী মাতার প্রণামী বাক্স ভেঙে খোয়া যায় বেশ কিছু নগদ অর্থ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ভোর সাড়ে চারটে নাগাদ কোনও এক ব্যক্তি ওই প্রণামি বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version