ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। তবে ঠিক কী কারণে আগুন লাগল, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি দমকল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ হঠাৎই আগুন লাগে বড়শুল বাসস্ট্যান্ড এলাকার টেলিফোন এক্সচেঞ্জ এর অফিসে। প্রথমে বিশাল কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।
এরপরেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে আগুন ভয়াবহ আকার নেওয়ার খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।
দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয়দের একটি পাম্পের সাহায্যে জল দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, BSNL-র বেশ কিছু তার, ইলেকট্রিক সরঞ্জাম সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস ওই অফিসে মজুত করা ছিল। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। তবে দমকল সেটিকে অল্পক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুপুর ২.৪৫ মিনিট নাগাদ আমরা লক্ষ্য করি BSNL-র অফিসটা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা বুঝতে পারি ভেতরে আগুন ধরে গিয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এরপরেই আমরা দমকলকে খবর দিই। ওরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে BSNL-র এক্সচেঞ্জ অফিসের পাশে আরও বেশ কিছু দোকানপাট ছিল। সেইসব দোকানের সেরকম কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় দমকল সূত্রে।
তবে আগুন লাগার কারণ সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় BDO এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তবে দমকল দ্রুত আগুন নেভানোর কাজ সম্পন্ন করায় স্বস্তি পান স্থানীয় বাসিন্দারা।