West Bengal Local News: রাজ্যে গোরুপাচার মামলার তদন্তে নেমেছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শাসকদল তৃণমূলের একাধিক নেতার গোরুপাচারে নাম জড়িয়েছে। এই মামলায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তৃণমূলের পতাকা লাগানো গাড়িতে গোরুপাচারের ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছ। উত্তর ২৪ পরগণার সোদপুরে দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূলের পতাকা লাগানো গাড়িটি।

গোরুপাচারের সময় তৃণমূলের পতাকা লাগানো গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ার পরই পালিয়ে যায় গাড়ির চালক। গাড়িটি আটক করেছে খড়দা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের সময় সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বাধা দিতে গেলে সেই হুন্ডাই স্যান্ট্রো হ্যাচব্যাক গাড়িটি দ্রুত গতিতে বি টি রোড ধরে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর দত্ত রোডের কাছে রাস্তা উপর থাকা ডিভাইডারে ধাক্কা মারে।

Agnimitra Paul : গাড়ি থামিয়ে গোরু বোঝাই ট্রাক আটকালেন অগ্নিমিত্রা, তুলকালাম কাণ্ড হুগলিতে
দুর্ঘটনার পর গাড়ির চালক সহ অন্যান্যার সেখান থেকে পালিয়ে যায়। গোরু সমেত ঘাতক গাড়িটিকে পাকড়াও করে খড়দা থানার পুলিশ। গাড়িতে থাকা গোরু গুলিকে উদ্ধারের পর সেটিকে খড়দা থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী উদ্দেশ্যে শাসকদলের পতাকা লাগিয়ে গাড়িটি পাচার করা হচ্ছিল, তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা। কী কারণে এবং কোথা থেকে কোথায় ওই গোরু পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ।

Asansol Road Accident : আনন্দে মুহূর্তে বদলে গেল কান্নায়! আসানসোলে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রী, তারপর…
খড়দা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী এই প্রসঙ্গে বলেন, “পুলিশ গোটা ঘটনার তদন্ত করবে বলেই আমার বিশ্বাস। কিন্তু, মনে হচ্ছে এটা বিরোধীদের চক্রান্ত। একটা ছোট গাড়িতে কি গোরু ঢোকানো সম্ভব। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এটা সম্পূর্ণভাবে বিরোধীদের চক্রান্ত। চালক জানত গাড়িতে গোরু আছে, সেই কারণেই পালিয়ে গিয়েছে। তৃণমূলকে বদনাম করার জন্য গাড়ির সামনে দলীয় পতাকা লাগিয়েছে। তদন্তে সবটাই উঠে আসবে।”

Tamluk Road Accident : বিয়ের আশীর্বাদে যাওয়ার পথে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, তারপর…
পালটা প্রতিক্রিয়া এসেছে গেরুয়া শিবির থেকে। রাজ্য বিজেপি নেতা কিশোর কর এই ঘটনা প্রসঙ্গে বলেন, “বর্তমানে যেভাবে অরাজকতা চলছে, তারই অঙ্গ হিসেবে বিটি রোডে গোরুপাচারের চেষ্টা হচ্ছিল। পুলিশ আটাকানোয় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। অদ্ভূতভাবে গাড়ির মধ্যে শাসকদলের পতাকা পাওয়া গিয়েছে। সারা বাংলা জুড়ে পুলিশের নাকের ডগায় গোরু, বালি বা কয়লা পাচার করা হচ্ছে। পুলিশের কড়া পদক্ষেপ করা উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version