West Bengal News : বিজেপিকে আটকানোর চেষ্টা, যে কারণে বাম-কংগ্রেসকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিস্ফোরক দাবি BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশের পর লকেটের দাবি, “তৃণমূল BJP-কে পুরোপুরি জায়গা ছাড়তে পারছে না, বাম-কংগ্রেসের আঁতাতকে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার জায়গা করে দিতে এই আসন নিজেরা পরিকল্পিত ভাবে ছেড়ে দিয়েছে, যাতে আগামী দিনে BJP-র ভোট বাম-কংগ্রেস পায়।”

Sagardighi By Election : সাগরদিঘির পাটা পিচে রিভার্স সুইং, BJP-র ঘর থেকে প্রায় ৫০ শতাংশ ভোটের সিঁধ কাটলেন বাইরন
বৃহস্পতিবার দুর্গাপুরে BJP-র একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। সাগরদিঘি কেন্দ্রে BJP-র জেতার সম্ভাবনা ক্ষীণ থাকলেও লকেটের মতে, BJP-কে আটকাতে প্রচ্ছন্নভাবে সাহায্য করছে রাজ্যের শাসক দল। যাতে এই ফলাফলের প্রভাব আগামী দিনে মানুষের মধ্যে পড়ে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই কৌশল নেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।

লকেট জানান, BJP-কে আটকাতে আগামী লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস ও তৃণমূলের আঁতাত হচ্ছে। তবে এই ত্রি শক্তির বিরুদ্ধে BJP একাই লড়বে বলে দাবি তাঁর। বৃহষ্পতিবার দুর্গাপুরের গোপালমাঠে দলের কার্য্যকরণী বৈঠকে উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।

Sagardighi By Election: ‘বিজেপি ২ নম্বরেই থাকবে…’, সাগরদিঘি নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের
সাগরদিঘির নির্বাচনী ফলের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, গত নির্বাচনে এই আসনে তৃণমূল প্রায় ৪৫ হাজার ভোটে জয়লাভ করেছিল, দ্বিতীয় স্থানে ছিল BJP। এবারে বাম-কংগ্রেস আঁতাতকে জায়গা করে দিতে পরিকল্পিত ভাবে তাদের ছেড়ে দিল এই আসন। এটা তৃণমূলের আগাম পরিকল্পনা ছিল। সাগর দিঘির ফল দেখে হতবাক BJP শিবির।

এবার BJP প্রার্থী দিলীপ সাহা ২৫ হাজার ৭৯৩টি ভোট পেয়েছেন। ফলপ্রকাশ শেষে বিজেপি প্রার্থী দিলীপ সাহা জানিয়েছেন, “এই ফলাফল আশা করিনি। কেন এমন হলো তা দলীয় স্তরে বিশ্লেষণ করে দেখা হবে।”

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়লাভের পর হুংকার ছেড়েছেন অধীর চৌধুরী। এই জয় প্রসঙ্গে বাম শীর্ষ নেতৃত্ব সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের কৃতিত্ব দিয়েছেন অধীর। সাধারনত এ রাজ্যের রাজনীতিতে যে দল শাসন ক্ষমতায় থাকে, যে কোনও উপনির্বাচনে তাদের প্রার্থীদের জয় এখনও পর্যন্ত দেখে এসেছে জনসাধারণ।

Sagardighi By Election 2023 : মেঘালয়ে ঘাসফুল ফুটে সাগরদিঘিতে গেল ঝরে
সেদিক দিয়ে দেখতে গেলে সাগরদিঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয় ব্যাতিক্রমী ঘটনা বলে ধারণা রাজনৈতিক মহলে। আসন্ন পঞ্চায়েত ও আগামী বছরের লোকসভা নির্বাচনে এই ফলাফল কোনও প্রভাব ফেলতে পারে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু সাগরদিঘি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version