জনজাতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তৃণমূল।

সম্প্রতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেদিনীপুর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ চন্দন সাহা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে Prevention of Atrocities Act-এ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলতি বছরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে রাজ্যে আসেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন তাঁরা।

Dilip Ghosh : ‘আর দিও না, ডাক্তারের কাছে যাব’, মহিলাকর্মীর ওড়না টেনে কপালের আবির মুছলেন দিলীপ
এই ইস্যুতে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় ‘চুরি চামারি’ শব্দবন্ধ ব্যবহার করেন দিলীপ ঘোষ। যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা।

অভিযোগকারী চন্দন সাহার বক্তব্য, “সাংসদ হয়েও কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন দিলীপ ঘোষ। চুরি সামাজিক অপরাধের মধ্যে পড়ে। এবং এটি শাস্তিযোগ্য। কিন্তু চামার শব্দের অর্থ হল চর্মকার। অর্থাৎ যাঁরা চামড়ার কাজ করে জীবিকা নির্বাহ করেন।”

তৃণমূল নেতার অভিযোগ, ‘চুরি-চামারি’ শব্দবন্ধ ব্যবহার করে চর্মকারদের অপমান করেছেন দিলীপ ঘোষ। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

Dilip Ghosh : ‘…বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না’, ভোটের ফল নিয়ে মন্তব্য দিলীপের
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ইস্যুতে তৃণমূল নেতা চন্দন সাহা বলেন, “ভারতের সংবিধানে সব জনজাতিকে সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু একজন সাংসদ হয়েও বিশেষ পেশার সঙ্গে জড়িত মানুষদের অপমান করেছেনে দিলীপ ঘোষ।” বিজেপির এই শব্দ ব্যবহারকে অনৈতিক বলেও উল্লেখ করেছেন ঘাস-ফুল শিবিরের নেতা।

প্রসঙ্গত, এর আগেও একাধিক বার দিলীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল। সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর ফের তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক তৃণমূল নেতা।

Dilip Ghosh : ‘স্বচ্ছ নির্বাচন হলে হলে সব জায়গায় BJP জিতবে …’, মন্তব্য দিলীপের
কোতয়ালি থানা সূত্রে খবর, দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যেই জোগাড় করা করা হয়েছে। ভিডিয়োটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। Prevention of Atrocities Act ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অন্যদিকে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত এই ইস্যুতে দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে রাজ্যের শাসক দল। প্রাক্তন বিজেপি সভাপতিকে হেনস্থা করতেই ইচ্ছাকৃতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version