Alipurduar News : স্থানীয় বিধায়ক ‘দিদির দূত’ কর্মসূচিতে ঘুরছেন বাড়ি বাড়ি। কথাবার্তা বলছেন সকলের সঙ্গে। বিধায়ককে দেখে হঠাৎ এগিয়ে এলেন এক বৃদ্ধা। বিধায়কের কাছে গিয়ে স্মিত গলায় বললেন, “বাবা, ভালো করে কাজ করো, দেখবে এরকমভাবে তোমাদের ঘুরে বেড়াতে হবে না। মানুষ তোমাদের কাছে গিয়ে আশীর্বাদ করে আসবে।”

মাথা নত করে কাজের আশ্বাস দিয়ে গেলেন বিধায়কও। রবিবাসরীয় সকালে এমনই দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ারের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। সদ্য পদ্ম ত্যাগী বিধায়ক সুমন কাঞ্জিলাল রবিবার ‘দিদির দূত’ কর্মসূচিতে রবিবার আলিপুরদুয়ারের একাধিক জায়গায় পরিদর্শনে যান।

Asit Mazumdar : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তুলকালাম, বিধায়কের উপস্থিতিতে বচসা গড়াল হাতাহাতিতে!
‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে বিবেকানন্দ ১ নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত এলাকায় নাগরিকদের সঙ্গে কথাবার্তা বলেন। এলাকার নানা সমস্যার বিষয়ে খোঁজ নেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। স্থানীয় গ্রামবাসীরাও এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন।

বিধায়ক সেই সমস্ত সমস্যার কথা তাঁর নোটবুকে লিপিবদ্ধ করেন এবং দ্রুত সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এর মাঝেই এলাকার এক স্থানীয় বৃদ্ধা বিধায়কের সঙ্গে এসে কথা বলেন। বৃদ্ধা বলেন সঠিকভাবে কাজ করে যান, তাহলে আর মানুষের দরজায়, দরজায় এভাবে ঘুরে বেড়াতে হবে না।

Didir Suraksha Kavach: ‘আর কত খাবে?’ প্রকাশ্যেই নিজের দলের প্রধানকে কাটমানি নিয়ে হুঁশিয়ারি বিধায়কের
মানুষ নিজে থেকেই আপনাদের আশীর্বাদ করবে। বৃদ্ধা স্থানীয় বাসিন্দা মঞ্জু রানি রায়। বৃদ্ধার কথায়, “আমি তো খারাপ কিছু বলি নি। আমি শুধু বললাম, ভালো করে কাজ করে যাও। তাহলে আমাদের কাছে আর আসতে হবে না। মানুষ তোমাদের কাছে গিয়ে আশীর্বাদ করে আসবে।”

রবিবার ওই অঞ্চলের একটি সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক। সুস্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের সমস্যা রয়েছে। এছাড়াও ওই এলাকায় রাস্তার সমস্যা রয়েছে, সেগুলি জানানো হয় বিধায়ককে।

বিধায়ক সুমন জানান, “রাস্তা নিয়ে যে সমস্যা ছিল, সেটার সিংহভাগ কাজ শীঘ্রই শুরু হবে।” পাশাপাশি, সুস্বাস্থ্য কেন্দ্রের বিষয়টি নিয়ে বিধায়ক জানান, “ছোট ছোট পরিকাঠামো জনিত কয়েকটি বিষয় এলাকাবাসীরা আমায় জানিয়েছেন। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।”

Didir Doot : আবাস যোজনায় ঘর থেকে বার্ধক্য ভাতার দাবি, দিদির দূতকে সামনে পেয়েই ফের বিক্ষোভ গ্রামবাসীদের
এদিন তৃণমূলের এই কর্মসূচিতে ছিলেন বিবেকানন্দ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। তবে ‘দিদির দূত’ কর্মসূচি পূর্ব ঘোষিত হলেও এদিনের কর্মসূচিতে দেখা যায়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version