এই সময়: একদিন আগে, শনিবারই বাম-কংগ্রেস-বিজেপির সুর মিলেছিল কৌস্তভ বাগচির গ্রেপ্তারির সূত্রে। রাত পোহাতেই ফের ভিন্ন সুর ধরল রাজ্যের বিরোধী দলগুলি। আর সাগরদিঘি উপনির্বাচনের প্রসঙ্গ টেনে রাম-বাম জোটের অভিযোগ তুলল তৃণমূল। সব মিলিয়ে কৌস্তভের গ্রেপ্তারি নিয়ে বিতর্ক অব্যাহত থাকল রবিবারও।

BJP : ‘সাগরদিঘি মডেল’ সফল হতেই চাপে বঙ্গ বিজেপি
কংগ্রেসের তরুণ আইনজীবী নেতা কৌস্তভের গ্রেপ্তারির নেপথ্যে বাম-কংগ্রেসকে অক্সিজেন দেওয়ার ছক আছে বলে এ দিন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিরোধী ভোট ভাগ করতে তৃণমূল কৌশলে বাম-কংগ্রেসের পালে হাওয়া দেওয়ার চেষ্টা করছে বলে সরব গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্ব।

Locket Chatterjee : ‘বিজেপিকে আটকাতে বাম-কংগ্রেসকে সুযোগ দিচ্ছে তৃণমূল’, সাগরদিঘি নিয়ে বিস্ফোরক দাবি লকেটের
আবার, সাগরদিঘি উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বাম-কংগ্রেস জোট প্রার্থীকে জেতানোর লক্ষ্যে সেখানে ভোট ট্রান্সফার করেছে বিজেপি। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন থেকে রাজ্যে রাম-বাম জোট চলছে বলেও জোড়াফুল শিবিরের দাবি। তাদের বক্তব্য, সাম্প্রতিক সমবায় নির্বাচন থেকে সাগরদিঘি উপনির্বাচনেও এই ‘গোপন আঁতাত’ জারি রয়েছে।

Sagardighi By Election : সাগরদিঘির পাটা পিচে রিভার্স সুইং, BJP-র ঘর থেকে প্রায় ৫০ শতাংশ ভোটের সিঁধ কাটলেন বাইরন
তৃণমূলের রাজ্যসভার সাসংদ শান্তনু সেন রবিবার বলেন, ‘কৌস্তভ বাগচি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করুচিকর মন্তব্য করেছিলেন বলে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে। বিজেপি বা বাম-কংগ্রেসের কোনও নেতা এই কুরচিকর মন্তব্যের নিন্দা না করে একসুরে কথা বলেছেন। রবিবারও শহিদ মিনারে কৌস্তভ বাগচি যে মঞ্চে ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাহুল সিনহা। বিজেপি-বাম-কংগ্রেস রাজ্যে হাতে হাত মিলিয়ে চলছে।’

Mamata Banerjee On Sagardighi By Poll Result: মানুষের সমর্থন নিয়ে একাই লড়বে তৃণমূল: মমতা
শুক্রবার শেষ রাত তিনটেয় কৌস্তভের বাড়িতে হানা দিয়ে শনিবার সকালে তাঁর গ্রেপ্তারির পর বাম-কংগ্রেসের মতোই পুলিশের ভূমিকার নিন্দা করেছিলেন বিজেপি নেতারা। রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কৌস্তভ বাগচিকে যে ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত।

Sagardighi By Election Latest News : আজ সাগরদিঘির ফলের আগে দ্বন্দ্ব বিভেদ-রাজনীতির
কংগ্রেস, সিপিএম ও নওশাদ সিদ্দিকিকে তৃণমূল ইন্ধন দিচ্ছে। বিজেপির ছাতার তলায় সব ভোট এলে তৃণমূল ক্ষমতায় থাকবে না বুঝেই বাম-কংগ্রেসকে তুলে ধরে বিরোধী ভোট ভাগের চেষ্টা হচ্ছে।’ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভেন্দু অধিকারী বাম-কংগ্রেসের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, ‘২০২১-এর বিধানসভা ভোটে ‘নো-ভোট-টু-বিজেপি’ বললেও তারা ‘নো-ভোট-টু-মমতা’ বলেনি কেন?’

BJP : উত্তর-পূর্বে জয়, বিজেপির ‘ভালো’ ফল কতটা ভালো
এ দিকে কৌস্তভ এ দিন শহিদ মিনারে ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে হাজির হন। সন্ধ্যায় বরাহনগরে বাম-কংগ্রসের যৌথ মিছিলেও ছিলেন। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘শুভেন্দু-সহ তৃণমূল এবং বিজেপির নেতারা এক দল থেকে অন্য দলে গেলে তাঁদের বক্তব্য বদলে যায়।

Suvendu Adhikari: বামেরা নন্দীগ্রামে কৃষক মেরেছে আর বগটুইয়ে পুড়িয়ে মেরেছে মমতা: শুভেন্দু
বামপন্থীদের তা হয় না। বিজেপির বিরুদ্ধে গোটা দেশে আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে চাই।’ তৃণমূলই বাম-কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে বলে সুকান্ত-সহ বঙ্গ বিজেপি অভিযোগ করায় পোড়খাওয়া কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘বাম-কংগ্রেসে জোট আরও মজবুত হচ্ছে দেখে বিজেপি ও তৃণমূলের নেতারা ভয় পেয়ে প্রলাপ বকছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version