West Bengal News : নানান বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে দিল্লি যাত্রা হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আর এই দিল্লি যাত্রা সম্পূর্ণ হতেই হুঙ্কার ছাড়ল রাজ্যের প্রধান বিরোধী দল BJP। “বাহাদুরি করলেও আর পার পাওয়া যাবেনা। এবার মাথায় টানা পড়বেই”, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা ইস্যুতে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বাঁকুড়ার BJP সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

Dilip Ghosh on Anubrata Mondal: কেষ্টকে দিল্লি তুলে নিয়ে যাক কেন্দ্রীয় বাহিনী: দিলীপ
মঙ্গলবার বাঁকুড়া শহরের জুনবেদিয়ায় দলীয় দোল উৎসবে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, “দিল্লি যাত্রা আটকাতে যা হচ্ছে তা ‘বাচ্ছা ছেলের মতো নক্সা’ ছাড়া কিছুই নয়।” একদিন আগেই ডাঃ সুভাষ সরকার অনুব্রত ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধোনা করে বলেছিলেন, “অনুব্রত ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করছে না এ রাজ্যের পুলিশ৷ যা ‘সংবিধান বিরোধী’ কাজের মধ্যেই পড়ে।”

রাজ্য সরকারী কর্মচারীদের DA নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “চারদিকে আন্দোলন, ত্রিপুরা আর সাগরদীঘির ফলাফলে উনি ভীত সন্ত্রস্ত। সংখ্যালঘু মানুষ কেন ওর দিক থেকে সরে গিয়েছেন তা নিয়ে কমিটি তৈরী করেছেন, যা অত্যন্ত লজ্জার বিষয়। এখন উনি প্রকাশ্যে স্বীকার করুন যে উনি ‘মাইনরিটির জন্য, মেজরিটির জন্য নন।”

Mohammed Salim : ‘মোদী-মমতা একই টিমের সদস্য…’, দুই দলকে একযোগে আক্রমন সেলিমের
তিনি আরও বলেন, “এই সরকারের ভীত নড়ে গিয়েছে। একবার দুবার নয়, তিনবারই তৃণমূল সরকার সংখ্যালঘুদের ভোটের জোরে এসেছিল। এতদিন তাঁরা সংখ্যালঘুদের ভুলভাল বুঝিয়ে ভোট আদায় করেছে। এবার থেকে খেলা ঘুরে যাবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই তৃণমূল শিক্ষা পাবে।”

এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার উপস্থিত দলীয় নেতা, কর্মী, সমর্থকদের সঙ্গে আবির হাতে দোল উৎসবে যোগ দেন। এমনকি নিজে হাতে জিলিপি ভেজে তা সকলের মধ্যে ভাগ করে খান। এবারের দোল উৎসবের সমস্ত আবির ত্রিপুরা থেকে এসেছে বলেও তিনি জানান।

Saumitra Khan on Anubrata Mondal: অভিষেকের অবস্থাও হবে অনুব্রতর মতো: সৌমিত্র
ডাঃ সুভাষ সরকার ছাড়াও এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাতনার দলীয় বিধায়ক সত্যব্রত মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা BJP সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ অন্যান্যরা। উল্লেখ্য, এতদিন টালবাহানার পর অনুব্রত আজ দিল্লী যেতেই বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন BJP নেতা কর্মীরা। তাই বাঁকুড়ায় আজকের এই অনুষ্ঠানে BJP-র দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version