জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) হোলি সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার অস্ট্রেলিয়া দলও চুটিয়ে রং খেললেন। সেই ছবিও এল সামনে। রং মেখে একেবারে ভূত হয়েছে টিম অস্ট্রেলিয়া (Team Australia)। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানেদের (Steve Smith ও Marnus Labuschagne) দেখে চেনা দায়, এমনই হোলি সেলিব্রেট করেছেন তাঁরা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত, প্রথম দুই টেস্ট জিতে ২-০ এগিয়ে গিয়ে টানা তৃতীয়বারের জন্য ট্রফি ধরে রেখেছে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: WATCH | Team India Celebrates Holi: বিরাটের উদ্দাম নাচ, রোহিত ছুড়ছেন আবির! রং মেখে ভূত টিম ইন্ডিয়া
দিল্লি টেস্টের পরেই কামিন্স ফিরে যান দেশে। অসুস্থ মায়ের দেখভাল করার জন্য কামিন্স আর ইন্দোর টেস্টে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে প্রাক্তন অধিনায়ক স্মিথ অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলান। তাঁর নেতৃত্বে অজিরা ঘুরে দাঁড়ায়। ইন্দোরে ৯ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। এই টেস্টেও থাকছেন না কামিন্স। তিনি রয়েছেন অস্ট্রেলিয়াতেই। স্মিথই সামলাবেন দলের দায়িত্ব। তাঁর আগে রং খেলে একেবারে চাঙ্গা হয়ে গেলেন তিনি।
অন্যদিকে এই টেস্ট জিতেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট সংরক্ষণ করতে মরিয়া। ভারত যদি জিততে না পারে তাহলে, ভারতের ভাগ্য ঝুলে থাকবে শ্রীলঙ্কা ও নিউজিল্য়ান্ডের মধ্যে দুই ম্যাচের সিরিজের ওপর।
