West Bengal News : হোলির দিনের ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার খণ্ডঘোষে। বালির টোল আদায়ে কার প্রাধান্য থাকবে? তা নিয়ে একাধিক টোল কাউন্টারে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ২ জনের নাম কৃষ্ণ রায় ও হেমন্ত রায়।

তাদের বাড়ি খণ্ডঘোষের শশঙ্গা এলাকায়। ধৃত ২ জনকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে (Bardhaman Court) পেশ করে খণ্ডঘোষ থানার পুলিশ। বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Toll Tax : হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে-তে বাড়তে চলেছে টোল ট্যাক্স, জানুন কবে থেকে
ঘটনার সূত্রপাত গতকাল বুধবার বিকেলে। বুধবার গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের বালির গাড়ি থেকে টোল আদায়ের ২টি টোল বুথে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালায় ওই দুষ্কৃতীর দল।

যাওয়ার আগে টোল বুথের কর্মীদের ব্যাপক মারধর করে। কয়েক লাখ টাকা ওই দুষ্কৃতী দলটি লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন টোল বুথ মালিক।তাদের মারে গুরুতর জখম এক টোল কর্মীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি আহত ৫ জনকে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরেই পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ রায়, হেমন্ত রায়কে গ্রেফতার করে।

TMC Clash : ক্লাব দখলকে কেন্দ্র করে বর্ধমানে অশান্তি, তৃণমূলকর্মীর বাড়িতে হামলা
এই বিষয়ে টোল বুথের মালিক জানান, “বালির গাড়ি থেকে এক বছরের টোল আদায়ের জন্য শশঙ্গা পঞ্চায়েত টেন্ডার ছেড়েছিল। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৪ ফেব্রুয়ারি। নিয়ম মেনে দরপত্র জমা দিয়ে আমি বালির গাড়ি থেকে টোল আদায়ের বুথ খোলার দায়িত্ব পাই। তিনটি জায়গায় টোল কাউন্টার বসানোর জন্য প্রায় সাড়ে চার কোটি টাকার দরপত্র দিয়েছিলাম আমি।”

তিনি আরও বলেন, “পঞ্চায়েত থেকে টোল আদায়ের জন্য আমিই মনোনীত হই। গত ৩ মার্চ পুরো টাকাটা পঞ্চায়েত অফিসে জমা দিয়ে আমি টোল আদায়ের অনুমতিপত্র হাতে পাই। এই কাজের জন্য ২৫ জন ছেলেকে নিয়োগ করি‌। কর্মীদের থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য টোল কাউন্টারগুলির কাছে অস্থায়ী ঘর তৈরি করা হয়।”

Vidyasagar Setu Fire Incident : দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, ব্যাহত যান চলাচল
এরপরেই ঘটে হামলার ঘটনা। সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে টোল বুথ মালিক জানান, “বুধবার বিকেল নাগাদ দুটি টোল কাউন্টার অফিসে এলাকার একদল দুষ্কৃতী চড়াও হয়। টোল কাউন্টারে থাকা কর্মীদেরকে ব্যাপক মারধর করে, তাদের তিনটে বাইক ভেঙে দেয়। গত দু’দিনে আদায় করা টোল ট্যাক্সের প্রায় তিন লাখ টাকা রাখা ছিল। সেই পুরো টাকাটা দুষ্কৃতীরা লুট করে নিয়ে চলে গিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version