Hooghly News : অনুব্রতহীন বীরভূম, কেষ্টদাকে ছাড়াই সম্ভবত এবারের পঞ্চায়েত নির্বাচন। তবে কেষ্ট’র জায়গায় জেলার দায়িত্ব তিনি নিতে চান বলে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। জেলায় অনুব্রত আবেশ বজায় রাখতে এবার অনুব্রত মণ্ডলের বদলে তিনিই ‘চড়াম চড়াম ঢাক’ বাজিয়ে দেবেন বলে মন্তব্য মদন মিত্রের।

Birbhum BJP : চড়াম চড়াম বেজে ফাটল ঢাক! অনুব্রত দিল্লী যেতেই আনন্দে আত্মহারা বীরভূম BJP
‘চড়াম চড়াম ঢাক’ থেকে শুরু করে ‘নকুলদানা’, ‘গুড়বাতাসা’ শব্দবন্ধগুলি বীরভূমের রাজনীতির ইতিহাসে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যায় অনুব্রত জমানায়। সেই শূন্যস্থান পূরণেই এবার এগিয়ে এলেন তৃণমূলের আরেক ‘রঙিন’ নেতা মদন মিত্র। বৃহস্পতিবার সন্ধায় হিন্দমোটরে এক অনুষ্ঠানে এসে বললেন মদন মিত্র। সেখানেই তিনি জানান, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমি চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।”

Anubrata Mondal News: কেষ্ট যাচ্ছে দিল্লি, চড়াম চড়াম ঢাক বাজিয়ে নকুলদানা-বাতাসা বিলি বিজেপির
দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে তাঁর বার্তা, “দলের কৃষ্ণ, দ্রোণাচার্যরা যদি আমাকে অর্জুন হতে বলে তাহলে অর্জুন হব। না বললে মৃত সৈনিকের ভূৃমিকায় অভিনয় করব। আমি পালা গান গাই। আমাকে যখন যে পালা গান গাইতে বলা হয় আমি সেই পালাগানই গাই।” জেলার দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়ার ব্যাপারে আর্জি জানান মদন। তিনি বলেন, “আমি রাজি বীরভূমের দায়িত্ব নিতে।” অনুব্রতর তৈরি গড় একটা তিহাড় জেল বদলাতে পারবে না বলে জানান তিনি।

Anupam Hazra On Anubrata Mondal : ‘কারও পেছনে ED লাগলে তার কালের পরিবর্তন হয়…’, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে খোঁচা অনুপমের
অনুব্রত প্রসঙ্গে কামারহাটির বিধায়ক জানান, আদালতের নির্দেশে ওঁকে দিল্লি নিয়ে গিয়েছে। এর প্রভাব পড়বে সামনের ভোটে। তৃণমূল আটানব্বই শতাংশ আসন জিতবে। আমি হুমকি দিচ্ছি না। আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল চড়াম চড়াম করে ঢোল বাজবে কিনা ? আমি বললাম, ঢোল কি সানাই এর মত বাজবে নাকি? ঢোল তো ঢোলের মতই বাজবে।

Sukanta Majumdar On Anubrata Mondal: ‘অনুব্রত সিপিএমের স্কুল থেকেই পাশ…’, তৃণমূল নেতাকে নিয়ে বামেদের কটাক্ষ সুকান্তর
আমরা দূর থেকে বসে মিনারেল ওয়াটার খাওয়াবো যারা ভালো করে কাজ করবে। আর অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেবো। সাগরদিঘি উপনির্বাচনে হারের পরেই ‘অন্তর্ঘাত’ এর তত্ত্ব উঠে আসে দলের অভ্যন্তরে। ‘বেনো জল’ চিহ্নিতকরণের জন্য পদক্ষেপ নেয় শাসক দল।

Shatabdi Roy : ‘অনুব্রতর স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে ED-CBI’, হুংকার শতাব্দীর
দলে ‘বেনো জল’ ঢোকা প্রসঙ্গে মদন বলেন, “খাল থাকলেই বেনো জল ঢুকবে। গঙ্গা দিয়ে মৃতদেহ ভেসে যায়, তৃণমূলেও বেনো জল ঢুকবে। বেহুলা লক্ষ্মিন্দরের ঘরেও ঢুকেছিল। তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরা আইডেন্টি ফাই করে দিয়েছি কালকেউটেটাকে।” পাশাপাশি, সাগরদিঘিতে বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর এই অনৈতিক জোট হয়েছে বলেও মন্তব্য তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version