West Bengal News: প্রথমে বচসা, সেখান থেকে বেধড়ক মারধর, এই ঘটনায় হাওড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুই দুষ্কৃতীর মারে মৃত্যু হয় গুরুতর আহত ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অসিত মাজি (৪২)। আমতা থানার সোমেশ্বর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে দেওরের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির বউদিরও মৃত্যু হয়েছে। মৃতের নাম লক্ষ্মী মাজি (৪৭)।‌‌

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সোমেশ্বরের বাসিন্দা আসিত মাজি গ্রামের রাস্তা দিয়ে সাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় গ্রামের দুই যুবক তাঁর রাস্তা আটকে দাঁড়িয়েছিল। বারবার সাইকেলের বেল বাজালেও তাঁরা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পাশ কাটিয়ে যেতে গিয়ে তাঁদের গায়ে সাইকেলে হ্যান্ডেল লেগে যায়।

North Dinajpur News : নলি কেটে বাবাকে খুন! গ্রেফতার ছেলে
এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ বচসা চলাকালীন স্থানীয় দুই যুবক পাপাই পোল্লে ও নয়ন গায়েন ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় অসিতকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন অসিত। বাড়ি ফিরে এলেও পুনরায় তিনি অসুস্থ বোধ করেন। ফের তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Hooghly News : ‘জমি বিবাদের’ জের, দোলের দিনে মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুন
দেওরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে অসুস্থ হয়ে পড়েন তাঁর বউদি। কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মহিলার। পরিবারের বক্তব্য, দেওরের মৃত্যুর আকস্মকিতাতেই তাঁর মৃত্যু হয়েছে। পরে অসিতের পরিবারের লোকজন পাপাই ও নয়নের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমতা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে। যদিও ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পলাতক।

Bomb Blast : সাতসকালে নওদায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ওই দুই যুবকের সঙ্গে মৃতের পূর্বের কোনও শত্রুতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা অমিত রায় বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক পরিণতি হল ভেবেই খারাপ লাগছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version