West Bengal News: রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির আবহে আদালতের নির্দেশে ৮৪২ জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিল হয়েছে। ওই তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার সোনামুখীর ইসবপুর গ্রামের বাসিন্দা দেবাশিস রায়ের। জেলারই নবাসন উচ্চ বিদ্যালয়ে কর্মরত দেবাশিস। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূলকর্মী পরিমল রায়ের ছেলে দেবাশিস। চাকরি বাতিলের তালিকায় ১৯১ নম্বরে নাম রয়েছে দেবাশিসের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বড়জোড়ার দধিমুখা হাই স্কুলে কর্মরত ছিলেন দেবাশিস। পরবর্তীকালে ‘মিউচ্যুয়েল ট্রান্সফারে’-র মাধ্যমে বাড়ির কাছে নবাসন উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত ছিলেন। দেবাশিসের চাকরি বাতিলের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
নবাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ বলেন, “সরকারিভাবে এখনও কোনও নির্দেশ আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে যে ব্যক্তির চাকরি বাতিলের কথা বলা হচ্ছে, শনিবার উনি স্কুলে আসেননি।” তবে দেবাশিস এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।

দেবাশিসের বাবা পরিময় রায় নিজেকে তৃণমূলকর্মী পরিচয় দিয়ে বলেন, “ছেলের চাকরির জন্য কোনও টাকা আমরা দিইনি। আমার ছেলে MBA পাশ করেছে। সে সরকারি নিয়ম মেনেই চাকরি পেয়েছে। প্রয়োজনে OMR Sheet খতিয়ে দেখা হোক।” তবে উচ্চ আদালতে যাবে কিনা, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এই খবর চাউর হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই প্রসঙ্গে বলেন, “তৃণমূল নেতাদের অনেক আত্মীয় স্বজনের এইভাবে চাকরি গিয়েছে। যাঁদের চাকরি যাচ্ছে, তাঁরা কাদের ঘুষ দিয়েছিলেন তাঁদের প্রকাশ্যে আনা দরকার। সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি।”

SSC Recruitment Scam : গ্রুপ ডি’র চাকরি নিতে এলেন না অর্ধেক প্রার্থী
অন্যদিকে, তালিকার প্রকাশের পর চাকরি গিয়েছে কোচবিহারের মাথাভাঙা ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি মদন বর্মনের। তিনি মাথাভাঙা আট পুকরি উচ্চ বিদ্যালয়ে গ্রুপ সি কর্মী পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার গ্রুপ সি চাকরি বাতিলের যে তালিকা বেরিয়েছে তাতে নাম রয়েছে তাঁর। যদিও তৃণমূল নেতার দাবি, পরীক্ষা দিয়ে নিয়ম অনুযায়ী তিনি চাকরি পেয়েছেন। এমনকী প্রকাশিত ওএমআর শিটটি তাঁর নয় বলে দাবি করেছেন মদন। এসএসসি প্রকাশিত তালিকার ৩১২ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে মাথাভাঙা ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি ধনীরাম বর্মনের গ্রুপ ডি পদের চাকরি গিয়েছিল। এবার সহসভাপতির চাকরি যাওয়ায় নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে মাথাভাঙায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version