এই সময়: বন্ধ হয়ে যাওয়া জীবনবিমা পলিসি চালুর নামে প্রতারণার তদন্তে নেমে কৌশিক পাল নামে এক যুবককে শুক্রবার গ্রেপ্তার করল সল্টলেক সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই ঘটনার তদন্তে নেমে রীতিমতো অবাক তদন্তকারী অফিসাররা। কসবার বাসিন্দা ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, গত এক বছরে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে কৌশিকের অ্যাকাউন্টে ৩২ কোটি ৮১ লক্ষ ৯৯ হাজার টাকা ঢুকেছে।

বিভিন্ন জনের বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার নাম করেই এই বিপুল পরিমাণ টাকা তুলেছেন তিনি, এমনটাই সন্দেহ তদন্তকারীদের। তবে পুলিশের দাবি, এই প্রতারণা চক্রে কৌশিক ছাড়াও আরও কয়েকজন জড়িত। গত বছরের ২২ সেপ্টেম্বর সল্টলেক ডিএ ব্লকের এক বাসিন্দার ফোনে একটি SMS আসে।

Life Insurance Corporation : LIC-তে ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে ২ কোটি হাতানোর চেষ্টা, ধৃত ৩
সেখানে জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করেন সল্টলেকের ওই বাসিন্দা। এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০,৯৪০ টাকা উধাও হয়ে যায়—এমনটাই অভিযোগ।

সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে কসবার টেগোর পার্ক থেকে কৌশিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথি অনুযায়ী, ২০২২-এর ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত কৌশিকের অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা ঢুকেছে। পেশায় গাড়ির সামগ্রী বিক্রেতা কৌশিকের কাছে এই অর্থ প্রতারণা ছাড়া আর কোনও ভাবে আসেনি বলেই দাবি পুলিশের।

Newtown Money Recovery: নিউ টাউনের কল সেন্টারে উদ্ধার রাশি রাশি টাকা! শহরে জাঁকিয়ে বসেছে প্রতারণা চক্র
ধৃত অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জেনেছে, মূলত সল্টলেক, বাগুইআটি, লেকটাউন, বাঙুর এবং কালিন্দী এলাকার বাসিন্দাদের বন্ধ হয়ে জীবনবিমা পলিসি পুনরায় চালুর নাম করে প্রতারণা করেছেন কৌশিক। ঘটনাচক্রে সল্টলেক সাইবার ক্রাইম থানায় গত এক বছরে যে অভিযোগ জমা পড়েছে তার ৬৫ শতাংশই বন্ধ হয়ে যাওয়া জীবনবিমা পলিসি পুনরায় চালুর টোপ সংক্রান্ত।

Uttar Pradesh News : সবজি বিক্রেতার তুঙ্গে বৃহস্পতি, আচমকাই অ্যাকাউন্টে ১৭২ কোটি!
বিধাননগর কমিশনারেটের এক কর্তা জানান, কৌশিকের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ থাকলেও তিনি একা এর পিছনে নেই। সে কারণেই এই ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত তা জানতে ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে। বন্ধ পলিসি চালুর নামে প্রতারণা গ্রেপ্তার যুবক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version