আমির খানের (Amir Khan) সোশ্যাল মিডিয়ায় কোনও উপস্থিতি নেই। পার্টি করতেও তাঁকে খুব একটা দেখা যায় না। গন্ডায় গন্ডায় ছবিও রিলিজ হয় না। শেষ ছবি লাল সিং চাড্ডাও দর্শকের মন পেতে ব্যর্থ। কিন্তু স্টার আমির? তাঁকে নিয়ে মানুষের ক্রেজ আজও ঠিক একই রকম। আজও তিনি বলে বলে গোল দিতে পারেন উঠতি নায়ক নায়িকাদের। তিনি যে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু সেই পারফেকশনিস্টেরও রয়েছে বদ অভ্যেস! তাও আবার ধূমপান মদ্যপানের!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version