HS Exam 2023 : হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বন দফতরের। জঙ্গল এলাকায় বন বিভাগের পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহলদারি। বনবস্তি, চা বাগানের ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য শতাধিক বাসের ব্যবস্থা করল বনবিভাগ ও জেলা প্রশাসন।

Higher Secondary 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 14 মার্চ, ফল ঘোষণা কবে? জানাল সংসদ
মঙ্গলবার থেকে শুরু হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়িতেও এক প্রকার নির্বিঘ্নেই পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে বলে জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শকের দফতরের পক্ষ থেকে জানান হয়েছে। এ বছর জেলায় মোট ২৩,৬৭৪ জন ছাত্র -ছাত্রী পরীক্ষায় বসছে। যার মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ৯,২৬৫ জন এবং ছাত্রী রয়েছে ১৪,৪০৯ জন।

HS Exam 2023 : রেল চলাচল বিঘ্ন হলে বিকল্প পরিবহণের ব্যবস্থা করুন, সমস্ত জেলাশাসককে চিঠি নবান্নর
শিক্ষা দফতরের বক্তব্য, গত বছরের তুলনায় এবছর ছাত্রীর সংখ্যা কিছুটা বেশি। এ বছর জঙ্গল এলাকায় কয়েকশো ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এবার জেলাতে মোট ৭২ টি কেন্দ্র থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। এছাড়া প্রধান পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে ১৭ টি। পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির মধ্যে থেকে ১৪ টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

HS Exam Viral Video: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ভাইরাল পরীক্ষার্থীদের অশালীন নাচের ভিডিয়ো
স্পর্শকাতর কেন্দ্রগুলির দিকে বেশি নজরদারি করা হবে বলে জেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে জানিয়েছেন। তিনি বলেন, “পরীক্ষা গ্রহণ কেন্দ্র গুলিতে সিসিটিভির পাশাপাশি যাবতীয় নিয়মাবিধি বজায় রাখা হবে। এছাড়াও বনবস্তি এবং চা, বাগান এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের এবং সুরক্ষার দিকে তাকিয়ে এবছর গাড়ির ব্যবস্থা করা হয়েছে।”

Higher Secondary Exam 2023 : কড়া নজরদারি উচ্চমাধ্যমিকেও, পরীক্ষার্থী বাড়ল লাখের বেশি
শুধু তাই নয় বন দফতরের পক্ষ থেকেও ওই সমস্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য গাড়ি দেওয়া হচ্ছে। জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এদিন জলপাইগুড়ি শহরের প্রতিটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় তার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক ব‍্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। বিশেষত জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ নজরদারি টিমের টহলদারি চালানো হবে বলে জানানো হয়েছে।

Higher Secondary Examination 2023 : পুলিশ কাকুই ভরসা! ৩ পরীক্ষার্থীকে সঠিক সেন্টারে পৌঁছে দিলেন OC
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023) দিতে বেরিয়ে হাতির হানায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর বন বিভাগের জঙ্গল লাগোয়া মহারাজ ঘাট এলাকায়। মৃত পরীক্ষার্থীর নাম অর্জুন দাস। মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর থেকেই নজরদারি বাড়াতে শুরু করে বন দফতর। করা হয় গাড়ির ব্যবস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version