West Bengal News : হাওড়া জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরকার পরিচালিত বিদ্যালয় উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডিফ অ্যান্ড ব্লাইন্ড আবাসিক বিদ্যালয়। অভিযোগ দীর্ঘ ৭ মাস যাবত এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ টাকা মিলছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, বকেয়া বরাদ্দ টাকার পরিমাণ ৭ লাখ ৬৮ হাজার টাকা। আর দীর্ঘদিন বরাদ্দ টাকা না মেলায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে এই বিদ্যালয়।

Alipurduar News : চিন্তা নেই, বন্ধ হবে না স্কুল! বক্সা পাহাড় পেরিয়ে গ্রামবাসীদের আশ্বাস তৃণমূল নেতৃত্বের
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দফতরের অধীনে এই বিদ্যালয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৮০ জন আবাসিক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খাওয়া দাওয়া, ওষুধপত্র থেকে আনুষঙ্গিক খরচের জন্য প্রতি মাসে সরকারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ১ লাখ ২৮ হাজার টাকা করে দেওয়া হয়।

Birbhum News : এলাকা দখলের লড়াইয়ে হনুমানের দল, আতঙ্কে ঘরবন্দি এলাকার মানুষ
বছরে ১০ মাস এই টাকা দেওয়া হয়। আনন্দ ভবন ডিফ এন্ড ব্লাইন্ড বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, গত বছর আগস্ট মাস থেকে এই বরাদ্দ টাকা আসছে না। ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। নিত্যদিন বকেয়া আদায়ের জন্য পাওনাদাররা বিদ্যালয় এসে তাগাদা দিচ্ছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান, “নিজেদের পকেটের পয়সা দিয়ে রান্নার গ্যাস ও বিদ্যুতের বিল মেটানোর চেষ্টা করছি।

West Bengal School: স্কুলের মিড ডে মিলের ঘরের সামনে বিড়ি-সিগারেট বিক্রি, দত্তপুকুরে শোরগোল
কিন্তু বাকি জিনিসপত্রের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর আগে ২ থেকে ৩ মাস টাকা পেতে দেরি হলেও এই প্রথম এত দীর্ঘ সময় বিশাল অঙ্কের বরাদ্দ টাকা বকেয়া পড়ে আছে”। অজয় দাস আরও জানান, “আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে, এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোনও রকম কষ্ট না হয়। আমরা আশা করব সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত বকেয়া মঞ্জুর করবেন”।

Teacher Recruitment : বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের, দক্ষিণ ২৪ পরগনায় ২০০০ প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
এই বিষয়ে জনশিক্ষা প্রসার দফতরের ডেপুটি নিখিল কুমার মন্ডল জানান, “রাজ্যের এই ধরনের বেশ কিছু বিদ্যালয়ে এই সমস্যা হয়েছে। আমরা সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিয়েছি ওপরমহলে। আশা করা যায় আগামী দু এক সপ্তাহের মধ্যে এই সমস্যা মিটে যাবে। বেশ কিছু কারনে বিগত কয়েক মাস ধরে টাকা দেওয়া সম্ভব হয়নি”।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির জেরে চাকরি বাতিল আমতার পঞ্চায়েত প্রধানের
যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শেষ কয়েক মাস ধরে একই কথা বারবার শুনতে হচ্ছে। কিন্তু টাকা আসার নাম নেই। এই স্কুলগুলি নিয়ে সরকারের কি আদৌ কোনও সদিচ্ছা আছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version