West Bengal News : নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গোরু পাচার, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ – সমস্ত কিছু মিলিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো ল্যাজেগোবরে অবস্থা শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। রাজ্যের সব কটি বিরোধী দলই এই নিয়ে প্রতিদিনই তীব্র আক্রমন শানিয়ে যাচ্ছেন রাজ্য সরকার তথা শাসকদলকে। আর এদিন এক ধাপ এগিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমন করলেন BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)।

Asit Majumdar On Locket Chatterjee : নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্যের জের, লকেটের বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল বিধায়কের
আজ মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিষেককে ‘ভাইপো’ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, “আমরা জানতাম নিয়োগ দুর্নীতিতে আগে পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। এদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এখন তদন্তে নেমে ED দেখছে সাড়ে ৩৫০ কোটি টাকার দুর্নীতি”।

Udayan Guha: ‘ছবির নীচে সততার প্রতীক লিখতে পারছেন না মমতা, তার জন্য আমরা দায়ী!’ বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
এখানেই না থেমে তিনি আরও বলেন, “এ তো আপনারা দেখছেনই। লোকাল ছোট যুবনেতাদের কাছেই এত টাকা বেরোচ্ছে। আমি বারবার বলছি দিদির বাড়িতে যে ‘ভাইপো’ আছে, তার কাছে কত টাকা সেটা তো জিজ্ঞাসা করতে হবে। জানতে হবে আস্তে আস্তে সব কিছু। কত টাকা আছে এই ভাইপোর কাছে”?

Mamata Banerjee : সাগরদিঘিতে কেন পরাজয়, খতিয়ে দেখতে কমিটি নেত্রীর
প্রিয়াঙ্কা বলেন, “বেরোবে, ধীরে ধীরে সব কিছুই বেরোবে। এই কোটি টাকা কিছুই না। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে ওরা, তারপর হাওয়াই চটি দেখাচ্ছে। এই হাওয়াই চটি মানুষই একদিন তাদের উপর ছুড়ে ফেলে দেবে”। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য BJP-র এই আইনজীবী নেত্রী ২০২১ সালের ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে BJP-র প্রার্থী হয়েছিলেন।

Bankura BJP : ‘কাজ না করেই সাইনবোর্ড বসিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ!’ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BJP বিধায়কের
সেই থেকেই রাজ্য রাজনীতিতে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। দু’বার নির্বাচনে পরাজিত হয়েও তিনি দাঁড়িয়েছিলেন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে। ২০১৪ সালের আগস্ট মাসে BJP-তে যোগ দিয়েই ২০১৫-র কলকতা পুরসভা নির্বাচনে প্রার্থী হন। কিন্তু হেরে যান প্রথমবারেই। তবে হেরে গেলেও সেখান থেকেই তাঁর রাজনৈতিক কেরিয়রের শুরু হয়। আস্তে আস্তে দলে নিজের জায়গা পাকা করে নেন। বাংলা, হিন্দি ও ইংরেজি – তিনটে ভাষাতেই পারদর্শী প্রিয়াঙ্কা দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান ২০২০ সালের আগস্টে।

Shantanu Banerjee: বলাগড় শান্তনুকে চেনে ‘পাকা মাগুর’ নামে, অগাধ সম্পত্তির মালিককে কেন ডাকা হত এই নামে?
যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন এন্টালি আসনে। কিন্তু তৃণমূলের কাছে হেরে যান প্রায় ৫৯ হাজার ভোটে। তারপর কয়েক মাসের ব্যবধানে আবার প্রার্থী হন খোদ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি অভিষেকের নাম নিয়ে লাইম লাইট অনেকটাই নিজের দিকে কেড়ে নিলেন প্রিয়াঙ্কা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version