এই সময়: ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী সঞ্জয় বসু। কয়েক দিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়ে ইডি একটি বেআইনি লগ্নিসংস্থার মামলায় বেশ কিছু নথি সংগ্রহ করে। সেই মামলায় আরও কিছু নথি চেয়ে আজ, বুধবার তাঁকে নোটিস পাঠিয়ে তলব করেছে ইডি।

Santanu Banerjee : ‘সোনার খনি’, চমকানোর মতো নাম আছে শান্তনুর দুই আইফোনে: ইডি
সেই তলবের প্রেক্ষিতেই রক্ষাকবচ চেয়ে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেন সঞ্জয়ের আইনজীবী সপ্তাংশু বসু। যদিও এ দিন আদালত কোনও নির্দেশ দেয়নি। আজ, বুধবার মামলার শুনানির কথা। তার উপরেই নির্ভর করছে রক্ষাকবচের বিষয়টি।

Calcutta High Court : ‘রাজ্যের কোনও এক্তিয়ার নেই’, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বেআইনি! বড় রায় হাইকোর্টের
ইডির সমন চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে দায়ের মামলায় আইনজীবী সঞ্জয়ের দাবি, তিনি যেহেতু এক সময়ে ওই লগ্নিসংস্থার হয়ে সওয়াল করেছিলেন, তাই তাঁকে হেনস্থা করা হচ্ছে। ইডির আইনজীবী এই শুনানির জন্যে কিছুটা সময় চান।

SSC Scam In Bengal : ‘এমন অর্ডার দিন যাতে ঘুম না ভাঙে…’ আর্তি মানিকের, বিচারকের কাছে জামিন আর্জি পার্থদের
আদালত অবশ্য তা নাকচ করে দেয়। তবে কী করে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই আইনজীবী মামলা করলেন, তা নিয়ে জল্পনা রয়েছে আইনজীবীদের মধ্যেই। কারণ এই বিষয়ে মামলা শোনার জন্যে অন্য বিচারপতির বেঞ্চ রয়েছে। আইনজীবীদের একটি সূত্রের অবশ্য ব্যাখ্যা, যেহেতু বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বেআইনি লগ্নিসংস্থা সংক্রান্ত মামলা শোনার দায়িত্বে রয়েছে তাই আবেদন করা হয়েছে।

Anubrata Mondal : ইডি-র প্রশ্নের মুখে চোখ ছলছল কেষ্টর
অন্য দিকে ইডি’র ঘনিষ্ঠ আইনজীবীদের দাবি, বেআইনি লগ্নিসংস্থার মামলার সূত্রে তলব করা হলেও টাকা পাচারের বিষয়ে তদন্ত করছে ইডি। ফলে সেই বিষয়ে বিচারপতি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শুনানি করবে কিনা, তা বোঝা যাবে আজ, বুধবার মামলা উঠলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version