Hooghly News : তিনদিন আগে ফুরফুরা শরিফে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে ISF সমর্থকদের বিক্ষোভ স্লোগান, ও তার জেরে শওকতের পালটা বিবৃতিকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ফুরফুরার রাজনীতি। এবার বিধায়ক শওকতে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ফুরফুরার পীরজাদা সাফেরি সিদ্দিকি। গত রবিবার রাতে নওশাদের পাড়ায় ‘চোর চোর’ স্লোগান উঠেছিল শওকত মোল্লাকে ঘিরে।

Saokat Molla : ফুরফুরায় শওকতকে দেখে ‘চোর’ স্লোগান, ক্ষুব্ধ বিধায়ক দায় চাপালেন নওশাদের ঘাড়ে
ক্যানিং পূর্বের তৃনমূল বিধায়ক সেই অপমান সহ্য করতে না পেরে গভীর রাতে ফোন করে হুমকি দেন পীরজাদা সাফেরি সিদ্দিকিকে, এমনটাই অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানায় শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সাফেরি সিদ্দিকি। গত ১২ই মার্চ রাতে ফুরফুরা দরবার শরিফে ইজারত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শওকত মোল্লা। তার কনভয় ঘিরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন স্থানীয় ISF সমর্থকরা।

Trinamool Congress : রাতারাতি ভোলবদল, ‘একসঙ্গে লড়ব’ বিধায়ক শওকত মোল্লাকে পাশে নিয়ে দাবি ভাঙরের তৃণমূল নেতার
ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করলেও এই ঘটনাকে ঘিরে মাজারে প্রার্থনা না করেই সেদিন ফিরতে হয়েছিল শওকত মোল্লাকে। অভিযোগ এর পরেই গভীর রাতে সাফেরি সিদ্দিকিকে ফোন করে শওকত অকথ্য ভাষায় কথা বলেন এবং হুমকি দেন। এবার তাঁর বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সাফেরি সিদ্দিকি।

Nawsad Siddique : ‘পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক’, আইনি পথে হাঁটার হুঁশিয়ারি নওশাদের
অভিযোগ দায়ের করে এই বিষয়ে তিনি জানান, “আমার বংশের লোকদের অপমান করেছেন শওকত মোল্লা। তাই তার ফুরফুরার পবিত্র মাজারে ইজারত করার কোনও অধিকার নেই”। সাফেরি সিদ্দিকি আরও বলেন, “ওইদিন রাতে ISF সমর্থকরা শওকতকে লক্ষ্য করে স্লোগান দেন। এদিকে ISF সমর্থকদের সঙ্গে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই।

Furfura Sharif: বুধেই নওশাদের সঙ্গে সাক্ষাৎ, চেয়ারম্যান হয়েই ফুরফুরা শরিফ সফরে তপন
অথচ উনি ফোনটা আমাকেই করলেন, আর যা নয় তাই কথা শোনালেন। এমনকি যথেষ্ট অকথ্য ভাষায় তিনি ব্যবহার করেন। কে না কে স্লোগান দিয়েছে তাঁকে ঘিরে, আর সেই জন্য আমাকে কেন কথা শুনতে হবে!” তিনি মনে করছেন, তাঁকে ফোনে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তাতে তাঁকে হয়ত এরপর আক্রমণ করা হতে পারে।

Nawsad Siddique: ‘পঞ্চায়েতে শাসক শূন্য হয়ে যাবে…’, জেল থেকে ফেরার পর প্রথমবার ভাঙড়ে এসে হুংকার নওশাদের
উল্লেখ্য, সেদিন শওকত মোল্লা ত্বহা সিদ্দিকির বাড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, “ফুরফুরার পীর ভাইদের সম্মান করি, কিন্তু নওশাদ আব্বাসরা রাজনীতি করে তাই তাদের সম্মান করি না”। এছাড়াও পরের দিন অর্থাৎ সোমবার তিনি সাংবাদিক সন্মেলন ডেকে নওশাদ ও আব্বাস সিদ্দিকিকে রীতিমতো আক্রমন করেন। আর বলেন, রবিবার রাতে তাঁকে ঘিরে যে স্লোগান ও হাঙ্গামা করা হয়েছে ফুরফুরাতে, তার পিছনে নওশাদ ও আব্বাসের প্রত্যক্ষ মদত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version